Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবি সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নোবিপ্রবি সাংবাদিক সমিতির নিন্দা 

ছাফওয়ান নাঈম, নোবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০২:২৫ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০২:২৫ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী ইউনুস হৃদয়ের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)। একইসাথে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।

শনিবার (০১ডিসেম্বর) রাতে সংগঠনের সভাপতি নাজমুস সাকিব সাদী ও সাধারণ সম্পাদক কামরুল হাসান শাকিম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন এবং সাংবাদিক হত্যা এদেশে নতুন কিছু নয়। পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গেলেই বরাবরের মতই স্বার্থান্বেষী মহলের রোষানলে পড়তে হচ্ছে সাংবাদিকদের। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ে সিনেমা প্রদর্শনীর ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাবরুন জামিল সুষ্ময় কর্তৃক হামলার শিকার হন আলী ইউনুস হৃদয়। সাংবাদিকদের ওপর ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের এ ধরনের হামলা ন্যাক্কারজনক এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে বাধা।

বিবৃতিতে তারা আরও বলেন, পূর্বেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটলেও আমরা এর বিচার দেখতে পাইনি। বিচারহীনতার সংস্কৃতিই এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। তাই অবিলম্বে সাংবাদিক ইউনুস আলীর মতো আরও যত হামলার ঘটনা রয়েছে সেসব ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের জঘন্য কাজ করতে সাহস না করে।

উল্লেখ্য, রাজশাহীর উপহার সিনেমা হলটি গত (১১ অক্টোবর) বন্ধ হয়ে যাওয়ায় জাজ মাল্টিমিডিয়া নির্মিত 'দহন' সিনেমাটি প্রদর্শনীর জন্য বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনটি ভাড়া নেয়। ১-৬ ডিসেম্বর সিনেমাটি প্রদর্শিত হওয়ার কথা।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় শনিবার সিনেমা প্রদর্শনী বন্ধের জন্য আন্দোলন করে সাধারণ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্রসংগঠনগুলো। আন্দোলনকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের উপস্থিতিতে তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। হামলাকালে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক হৃদয়কে লাথি মারে ছাত্রলীগ নেতা সুস্ময়।

 

 

Bootstrap Image Preview