Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভাইয়ের মৃত্যুর নাটক সাজানো ব্যাক্তিকে খুঁজছেন ম্যাককালাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০১:৪৮ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০১:৪৮ PM

bdmorning Image Preview


টুইটার ও ফেসবুক নামক সোশ্যাল মিডিয়ার দয়াতে জীবন্ত ক্রিকেটার যখন মৃত! ক্রিকেটার ভাইয়ের ভুয়া মৃত্যুর খবরে বিস্ফোরক প্রাক্তন কিউই ক্যাপ্টেন ব্রেন্ডন ম্যাককালাম৷ শনিবার কিউই ক্রিকেটার নাথান ম্যাককালামের মৃত্যুর খবর দেখার পরই আতঙ্কিত হয়ে পড়েন ব্রেন্ডন৷ কিন্তু ভুয়া মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় দেওয়া কালপিটকে খুঁজে বেড়াচ্ছেন প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক৷

দেশে ফেরার বিমানে থাকার অবস্থায় সেই কালপিটকে খুঁজে বের করার প্রতিশ্রুতি দিলেন ব্রেন্ডন৷ শনিবার টুইটারে ব্রেন্ডনের ভাই নাথান ম্যাককালামের ভুয়া মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে৷ কিন্তু তিনি যে বেঁচে রয়েছে তা প্রমাণ করতে সেই টুইটে নিজেই সেলফি দিয়ে ব্যাখ্যা করেন৷ এ ঘটনা দেখার পর ব্রেন্ডন এতটাই রেগে যান, যে দেশে ফিরেই যে এই ভুয়া খবর পোস্ট করছে তাকে খুঁজে বের করার প্রতিশ্রুতি দেন প্রাক্তন কিউই ওপেনার৷

শারজায় টি-১০ লিগ খেলতে ব্যস্ত ছিলেন ব্রেন্ডন৷ শুক্রবার রাতেই ব্রেন্ডনের দ্য রাজপুত হারে নর্দান ওয়ারিয়র্সের কাছে৷ তার পরই দেশে ফেরার বিমান ধরেন ব্রেন্ডন৷ দেশের হয়ে ১০১টি টেস্ট, ২৬০টি ওয়ান ডে এবং ৭১টি টি-২০ খেলা কিউই ব্যাটসম্যান দু’ বছর আগে দেশের হয়ে শেষবার খেলেছেন৷ বিস্ফোরক এই কিউই ওপেনারের টেস্ট ও ওয়ান ডে দুই ফরম্যাটেই ছ’হাজারের বেশি রান রয়েছে৷ ৩৭ বছরের এই ডানহাতি ব্যাটসম্যানের ঝুলিতে রয়েছে ১৯টি আন্তর্জাতিক সেঞ্চুরি এবং ৭৬টি হাফ-সেঞ্চুরি৷ ব্রেন্ডন হলেন প্রথম কিউই ক্রিকেটার, যিনি অভিষেকের পর থেকে টানা ১০০টি টেস্ট খেলেছেন৷

ব্রেন্ডনের ভাই নাথান দেশের হয়ে টেস্ট না-খেললেও ৮৪টি ওয়ান ডে এবং ৬৩টি টি-২০ ম্যাচ খেলেছেন৷ ২০১৬ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে শেষবার দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন নাথান৷ ৩৮ বছরের ডানহাতি অফ-স্পিনারের ঝুলিতে ১২১টি আন্তর্জাতিক উইকেট রয়েছে৷

Bootstrap Image Preview