Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাবিপ্রবির অচল অবস্থা নিরসনে রবিবার মানববন্ধন

সোহানুর শুভ, হাবিপ্রবি প্রতিনিধিঃ 
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৬:০৬ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৬:০৬ PM

bdmorning Image Preview


দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। টানা বিভিন্ন আন্দোলনের মুখে স্থবির হয়ে পরেছে ক্লাস পরীক্ষাসহ বিভিন্ন কার্যক্রম।

এমতাবস্থায় ক্যাম্পাসের ক্লাস-পরীক্ষা চালু করে শিক্ষার সুষ্ঠ পরিবেশ তৈরির দাবিতে রবিবার (০২-১২-২০১৮ ইং) সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সকাল ১১টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,বিশ্ববিদ্যালয়ে বেতন বৈষম্যের অবসান, ইক্রিমেন্টের সুবিধা বহাল এবং একজন নারী শিক্ষিকাসহ সহকর্মী লাঞ্ছনার ঘটনায় জড়িত রেজিষ্টার, প্রক্টর এবং ছাত্র পরামর্শ বিভাগের পরিচালককে বহিষ্কারের দাবিতে ১৫ নভেম্বর থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রতীকি অনশন কর্মসূচি পালন করছে সদ্য পদোন্নতি পাওয়া ৫৭ জন সহকারি অধ্যাপক পদ মর্যাদার শিক্ষক। এর সঠিক সুরাহা এখন পর্যন্ত ক্যাম্পাস প্রশাসন করতে পারে নি। ফলশ্রুতিতে প্রায় সব অনুষদে ক্লাশ-পরীক্ষা দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পরেছে।

দ্রুত সঠিক সুরাহা না হলে সেশনজোটের আশংঙ্কাসহ শিক্ষা কার্যক্রম অনিশ্চিত হবে বলে উদ্বেগ প্রকাশ করছেন শিক্ষাবিদ ও সচেতন মহল।

Bootstrap Image Preview