Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবি'তে 'হাল্ট প্রাইজ' এর ওয়ার্কশপ অনুষ্ঠিত'

আবদুল্লা আল মাসুদ, শাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৫:১১ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৫:১২ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের ওয়ার্কশপ এন্ড ইনফো সেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১ ডিসেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের গ্যালারী-১ এ ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।

হাল্ট প্রাইজ সাস্ট’র ক্যাম্পাস প্রতিনিধি শামসুল হোসেন সাদীর সভাপতিত্বে এবং মারিয়া ইসলামের সঞ্চালনায় ওয়ার্কশপটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেজ এ্যাডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাল্ট প্রাইজের ফাইনালে বিভিন্ন দেশ থেকে অনেকগুলো গ্রুপ অংশগ্রহণ করবে তারা যে আমাদের থেকে খুব বেশি এগিয়ে তা কিন্তু নয়। উপস্থাপনার উপর নির্ভর করবে আমাদের জয় পরাজয়। এটি একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা যেখানে নিজেদের একটি জায়গাতে যাচাই বাছাই করার সুযোগ রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি দেশের বিভিন্ন সেক্টরে যেভাবে নিজেদেরকে তুলে ধরছে আশা করি এ প্রোগ্রামের ফাইনাল পর্যায়েও তারা জয়ী হয়ে আসবে।

সভাপতির বক্তব্যে শামসুল হোসেন সাদী বলেন, শাবিতে হাল্ট প্রাইজ নিয়ে বিভিন্ন উদ্যোক্তাদের মধ্যে যে ধরণের উৎসাহ-উদ্দীপনা দেখতে পাচ্ছি আশা করি শাবি উদ্যোক্তারাই ফাইনালে জয়ী হয়ে আসবে।

তিনি আরো বলেন, হাল্ট প্রাইজে অংশগ্রহণ করতে ইচ্ছুকদের আইডিয়া সাবমিশনের শেষ তারিখ আগামী ৪ ডিসেম্বর। পরবর্তীতে সাবমিশন হতে বাছাইকৃত ২৫ জনকে নিয়ে আগামী ৮ ডিসেম্বর সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

এসময় আরও বক্তব্য রাখেন, হাল্ট প্রাইজ’র মার্কেটিং কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল নাহিদ, হাল্ট প্রাইজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কো-অর্ডিনেটর মাহফুজ ইকবাল শিমুল প্রমুখ।

উল্লেখ্য, হাল্ট প্রাইজের  ফাইনাল রাউন্ড ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

 

Bootstrap Image Preview