Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইউক্রেনের আহ্বান প্রত্যাখ্যান ইউরোপীয় নেতাদের!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ১২:৫৫ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ১২:৫৫ PM

bdmorning Image Preview


ইউক্রেন সরকার রাশিয়ার সঙ্গে পানিসীমায় বিরোধের জের ধরে ন্যাটো জোটকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিল। রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনায় ইউক্রেনকে অধিকতর সমর্থন দেয়ার যে আহ্বান কিয়েভ জানিয়েছিল তা প্রত্যাখ্যান করেছেন ইউরোপীয় নেতারা।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ইউক্রেনের এ আহ্বানের জবাব দেশটিকে ‘বিচক্ষণ’ হওয়ার পরামর্শ দিয়েছেন।  রাশিয়া-ইউক্রেন সর্বশেষ বিরোধের জের ধরে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মারকেল এ পরামর্শ দেন।

রাশিয়া দাবি করছে, দেশটির পানিসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করার কারণে ইউক্রেনের জাহাজগুলোকে আটক করা হয়েছে।

এদিকে রাশিয়ার ১৬ থেকে ৬০ বছর বয়সি পুরুষদের ইউক্রেনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউক্রেনের রুশ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সামরিক শাসন জারি করার পর শুক্রবার এ ঘোষণা দেয়া হয়।

Bootstrap Image Preview