Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাকিবের ক্যারিয়ারে অারেকটি সেঞ্চুরির ‘আত্মাহুতি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ১২:১৯ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ১২:২৪ PM

bdmorning Image Preview


আজ ঢাকা টেস্টে ৫৫ রান নিয়ে দ্বিতীয় দিনের প্রথম ইনিংস শুরু করে সাকিব আল হাসান। সেখান থেকে দ্রুত রান তুলে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরি  দিকে। তবে সবাইকে হতাশ করে লাঞ্চের আগেই ৮০ রানে বিদায় নিতো হলো তাকে। 

সাকিব আজ দ্বিতীয় দিনের শুরু থেকেই কিছুটা মারমুখি ব্যাটিং করতে থাকেন। ৫৫ রানে ব্যাটিং শুরু করা সাকিব আজ তার নামের পাশে আরো ২৫ রান  যোগ করেন। যার ২০ মধ্যে ২০ রান এসেছে বাউন্ডারি থেকে। তিনি রষ্টন চেজকে একই ওভারে  পর পর তিনটি বাউন্ডারিিএছাড়া বিশু ও রোচের বলে মারেন একটি বাউন্ডারি।

তবে ম্যাচের ৯৭তম ওভারে কেমার রোচের বলে শরীরের কাছাকাছি আসা বলে কাট করতে গিয়ে ক্যাচ দেন গালিতে। ওখানেই লেখা হয় সাকিবের আরেকটি সেঞ্চুরি ‘আত্মাহুতি’। ১০৩ ইনিংসে ২৯ বার পঞ্চাশ পেরিয়ে শতকে রূপান্তর না করতে পারার পরিসংখ্যানটা আরো লম্বা হলো।

সাকিবের ক্যারিয়ারের দিকে নজর দিয়ে দেখা যায় এখন অবদি তার ক্যারিয়ারে সেঞ্চুরি সংথ্যা মাত্র ৫টি। তবে এই সংখ্যাটা অনায়াসের আরো বড় হতে পারত। কারণ পুরো টেস্ট ক্যারিয়ারে ৮০ থেকে ৯০-এর ঘরে সাকিব আউট হয়েছেন কতবার জানেন? নয়বার। আর দুবার অপরাজিত থাকেন ৯৬ ও ৮৯ রানে। সব মিলিয়ে ৮০ থেকে ৯০ এর ঘরে সাকিবের ইনিংসের সংখ্যা ১১টি। 

বর্তমানে টেস্ট ৮ সেঞ্চুরি নিয়ে যৌথ্য ভাবে প্রথম স্থানে রয়েছেন তামিম ইকবাল ও মোমিনুল হক। সেখানে সেঞ্চুরির তালিকায় সাকিবের অবস্থান চতুর্থ অবস্থানে। তাই সাকিব যদি ৮০ থেকে ৯০ এর ঘরে আউট হওয়া ১১টি ইনিংসের অর্ধেকটাও যদি তিন সংখ্যায় নিয়েং যেতে পারতেন তাহলে তিনিই হতেই আজ বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান।

 

Bootstrap Image Preview