Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ম্যাক্রনের কথা শুনছেন না সালমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ১১:৩৪ AM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ১১:৩৪ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, আপনি আমার কথা শুনছেন না

শুক্রবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারসে শিল্পোন্নত দেশগুলোর জি২০ সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক হয়েছে। এসময় তাদের মধ্যে ব্যক্তিগত কথোপকথনে নিহত সাংবাদিক জামাল খাশোগির প্রসঙ্গও উঠে আসে।

সৌদি গ্যাজেট পত্রিকায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ম্যাক্রন বলছেন, আপনি আমার কথা শুনছেন না। জবাবে যুবরাজ বলেন, নাহ, আমি অবশ্যই শুনব।

এসময় ম্যাক্রন অব্যাহত কথা চালিয়ে যান। পরবর্তীতে তিনি বলেন, আমি কথার মানুষ।

কর্মকর্তারা রয়টার্সকে বলেন, এ সময় এমবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমানের মুখে বিব্রত হাসি ছিল। আর ফরাসি প্রেসিডেন্টের চেহারায় ছিল একটা শক্তভাব। তিনি অত্যন্ত কঠোরভাবে যুবরাজকে বার্তা দিতে চেয়েছেন।

এলিসি প্রসাদের কর্মকর্তারা বলেন, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজকে কঠিন বার্তা দিতে চেয়েছেন ম্যাক্রন।

ম্যাক্রন বলেন, ইউরোপ চাচ্ছে খাশোগি হত্যার তদন্তে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নেবেন।

Bootstrap Image Preview