Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ১১:২০ AM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ১১:২০ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত আলাস্কা অঙ্গরাজ্যে ৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) শুক্রবার জানায়, ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আলাস্কা বৃহত্তম শহর অ্যাঙ্কারিজের ১২ কিলোমিটার উত্তরে। খবর আল-জাজিরা।

ভূমিকম্পের পর প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেয়া হয়।

আলাস্কার উপসাগরীয় এলাকা বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। সতর্ক বার্তায় মানুষজনদের উঁচু স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। এছাড়াও আলাস্কার পাবলিক রেডিও প্রচারিত সতর্কতা বার্তায় হোমার, সিউয়ার্ড, কোডাক, সিটকা, আনালাস্কা এলাকার বাসিন্দাদের সরে যেতে বলা হয়। অনেকেই বাড়িঘর ছেড়ে গেছেন।

এখন পর্যন্ত ভূমিকম্পে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পে মহাসড়ক এবং জ্বালানী তেলের সরবরাহ লাইনে ফাটল ধরেছে। এ কারণে তেল, গ্যাস, বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম।

ভূমিকম্পের সময় ও পরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। আতঙ্কে অনেকে রাস্তায় নেমে আসেন বলে খবর পাওয়া গেছে।

Bootstrap Image Preview