Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টি-টেন লিগে এবার বেয়ারস্টো ঝড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ১১:০৫ AM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ১১:০৫ AM

bdmorning Image Preview


চোট সারিয়ে ফিরে এসে কলম্বোর বাইশ গজে দুরন্ত শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। যা শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার তাদের হোয়াইটওয়াশ করতে সাহায্য করে ইংরেজদের। আর এবার শারজার মাটিতে ঝলসে উঠল ইংরেজ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর ব্যাট। টি-১০ লিগে কেরালা নাইটসের হয়ে ২৪ বলে ৮৪ রানের ইনিংসে রেকর্ড গড়লেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। বেয়ারস্টোর এই বিধ্বংসী ইনিংস আপাতত টি-১০ লিগে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস হয়ে রইল।

শুক্রবার শারজায় অনুষ্ঠিত টি-১০ লিগের দ্বিতীয় সংস্করণে কেরালা নাইটস মুখোমুখি হয়েছিল বেঙ্গল টাইগার্সের। ইংরেজ ব্যাটসম্যানের ধুন্ধুমার ব্যাটিং তান্ডবে সাত উইকেটে জয় পেল গতবারের চ্যাম্পিয়নরা। ১২৪ রান তাড়া করতে নেমে আট বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় কেরালা নাইটস। ২৪ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংসে বেয়ারস্টো এদিন টপকে যান আফগান উইকেটকিপার ব্যাটসম্যান মোহম্মদ শেহজাদকে।

গত মৌসুমে টি-১০ লিগে শেহজাদের অপরাজিত ৭৪ রানই এযাবৎ টুর্নামেন্টের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল। যা এদিন ছাপিয়ে গেলেন বেয়ারস্টো। এদিন তাঁর বিধ্বংসী ৮৪ রানের ইনিংসে ছিল আটটি ছয় ও ছ’টি চার। গতবারের চ্যাম্পিয়ন কেরালা নাইটসে বেয়ারস্টোর সঙ্গে রয়েছেন তাঁর দেশোয়ালি তথা জাতীয় দলের অধিনায়ক ইয়ন মরগান। এদিনের ম্যাচে মরগান যদিও ফিরেছেন শূন্য রানেই।

হাঁটুর চোটের কারণে উপমহাদেশের মাটিতে সদ্যসমাপ্ত শ্রীলঙ্কা সিরিজের প্রথম দুটি টেস্টে দলে ছিলেন না জনি। পরিবর্তে উইকেটের পিছনে ইংল্যান্ড দলের দায়িত্ব সামলাতে দেখা যায় বেন ফোকসকে। কলম্বোয় তৃতীয় টেস্টে ফোকসকে সরিয়ে একাদশে অন্তর্ভুক্তি ঘটে বেয়ারস্টোর। সেখানে দুরন্ত শতরান তৃতীয় টেস্ট জিততে সাহায্য করে ইংল্যান্ডকে।

Bootstrap Image Preview