Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পর্দা উঠেছে জাবির ‘জেইউমুনা’ সম্মেলনের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৫:৫৩ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৫:৫৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নিজস্ব প্রতিবেদক

শুরু হয়ে গেলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস এসোসিয়েশনের (জেইউমুনা) আয়োজিত ছায়া জাতিসংঘ "জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আন্তঃ মডেল ইউনাইটেড নেশনস ২০১৮"।

গত ২৯ নভেম্বর ২০১৮ থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ১৫০ জনশিক্ষার্থীএই কনফারেন্স এ ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করছে। এই আন্তঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ আয়োজন করার মূল লক্ষ্য হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের ছায়া জাতিসংঘ এর ধারণার সাথে পরিচিত করে তোলা। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে যোগ্য নেতৃত্ব তৈরি করা এবং তাদের দক্ষ কূটনীতিক হিসেবে গড়ে তোলার জন্য মডেল ইউএন কনফারেন্সের মুখ্য উদ্দেশ্যে।

শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এই কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করে জেইউমুনা।

এই সম্মেলনের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রফেসর ডক্টর বশির আহমেদ (ডিন, ফ্যাকাল্টি অফ ল এন্ড জাস্টিস, প্রফেসর ডক্টর আব্দুল্লাহ হেল কাফি (চিফ এডভাইজার, জেইউমুনা), এম ডি রিয়াজুল করিম (প্রেসিডেন্ট কাউন্সিল অফ ট্রাস্টিস), সুকরানুল হক মাহির (প্রেসিডেন্ট, জেইউমুনা) এবং নাবিহা জুমানা অঙ্কুর (জেনারেল সেক্রেটারি, জেইউমুনা)।

কর্মশালায় তারা শিক্ষার্থীদের সামনে ছায়া জাতিসংঘের গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে নিজেদের তৈরি করার জন্য উপদেশ প্রদান করেন।

এই সম্মেলনের সেক্রেটারি জেনারেল এর দায়িত্ব পালন করছেন, নাবিহা জুমানা অঙ্কুর এবং ডিরেক্টর জেনারেল এর দায়িত্ব পালন করছেন মোহন কর্মকার। তারা শিক্ষার্থীদের সামনে বিভিন্ন দেশের প্রেক্ষাপট সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। এতে শিক্ষার্থীদের কাছে বিভিন্ন দেশের পারিপার্শ্বিক অবস্থাগুলো হয় পরিষ্কার।

আয়োজকরা জানান, এই কর্মশালায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিচারক হিসেবে দায়িত্ব পালন করছে, বাংলাদেশ ও ক্যামেরুন থেকে আগত বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা। জেইউমুনা থেকে সেক্রেটারিয়েট এর দায়িত্ব পালন করছেন ২৭ জন, ইবি হিসেবে দায়িত্ব পালন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর ১৬ জন এবং এই সম্মেলনে কমিটি রয়েছে ৬ টি।

 

 

 

 

Bootstrap Image Preview