Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রথমরারের মত হাবিপ্রবিতে "বঙ্গবন্ধু ছাত্র পরিষদ" এর কমিটি

হাবিপ্রবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৩:৩৩ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


শিক্ষা, শান্তি ও আদর্শের পতাকাবাহী সংগঠন 'বঙ্গবন্ধু ছাত্র পরিষদ' হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আসিফ জামান রুপম ও সাধারন সম্পাদক সাকির মজুমদার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মোঃ মামুন অর রশিদকে সভাপতি ও জাহাঙ্গীর আলম রাসেলকে সাধারন সম্পাদক করে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ হাবিপ্রবি সংসদের ১৯ সদস্যের একটি প্রাথমিক কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেয়া হয়। সেইসাথে আগামী ২ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট জমা দেয়ার নির্দেশ দেয়া হয় বিজ্ঞপ্তিতে।

দায়িত্ব হাতে নেয়ার পর প্রথমেই নবনির্বাচিত সভাপতি মোঃ মামুন অর রশিদ বলেন "আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকার প্রার্থী কে বিজয়ী করা ওজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা শাশ্বত স্বপ্ন বাস্তবায়ন সাথে দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত রুপকল্প-২০২১ ও ২০৪১ এর আলোকে ডিজিটাল ও সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়নে সর্বদা নিবেদিত থাকবো"।

নতুন কমিটিতে মোঃ মাহফুজার রহমান, জাকিরুল ইসলাম,মোঃ আলাউদ্দিন, মোহাইমিনুল ইসলাম শুভকে সহ সভাপতি ; ফয়সাল হাসান পিয়াস,খন্দকার মোঃ নূর নবী, শাহ আলম সিকদার,দেবাঞ্জন অধিকারী দিপ্তকে যুগ্ন সাধারণ সম্পাদক; আলমগীর হোসেন আকাশ, দেলোয়ার হোসাইন,জিয়াউর রহমান সুমন,মোঃ রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ; পল্লব হোসেন রাঙ্গাকে দপ্তর সম্পাদক, মোস্তফা জামানকে প্রচার সম্পাদক, মোঃ কামরুজ্জামান অশ্রুকে অর্থ সম্পাদক, সত্যাজিৎ রায়কে গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ; এবং তোফায়েল আহমদ তোহাকে শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক করে ১৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমরারের মত "বঙ্গবন্ধু ছাত্র পরিষদ" এর কমিটি দেয়া হল।

Bootstrap Image Preview