Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘পুতিন রাশিয়ার পুরনো সাম্রাজ্য নতুন করে প্রতিষ্ঠা করছে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৯:১৫ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০৯:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার পুরনো সাম্রাজ্য নতুন করে প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো।

রুশ সেনারা ক্রিমিয়ার কাছে আজোভ সাগরের কের্চ প্রণালী থেকে ইউক্রেনের তিনটি জাহাজ আটকের পর মস্কো ও কিয়েভের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এমন মন্তব্য করলেন ইউক্রেন প্রেসিডেন্ট।

পেত্রো পোরোশেংকো বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তার ওই সাক্ষাৎকার জার্মানির সবচেয়ে বড় পত্রিকা বিল্ড-এ প্রকাশ করা হয়েছে।

সাক্ষাৎকারে তিনি বলেন, ক্রিমিয়া, ডোনবাসসহ পুরো দেশ দখল করতে চান পুতিন। পুতিন নিজেকে রাশিয়ার সম্রাট হিসেবে দেখতে চান এবং ইউক্রেন ছাড়া তার সাম্রাজ্য চলবে না। তিনি আমাদের উপনিবেশ হিসেবে দেখতে চান।

ইউক্রেনের প্রেসিডেন্ট সাক্ষাৎকারে ন্যাটোভুক্ত দেশগুলোর সহযোগিতা চান। জার্মানি ও যুক্তরাষ্ট্রকে সাহায্যর হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছে তিনি বলেন, জার্মানি হচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং আমরা জার্মানির কাছে সহযোগিতা চাই।

Bootstrap Image Preview