Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লিডিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

হাসান নিয়াজ, ক্যাম্পাস প্রতিনিধি 
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০১:৪৪ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০১:৪৪ PM

bdmorning Image Preview


লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার সকাল ১১টায় দক্ষিণ সুরমার রাগীবনগরস্থ লিডিং ইউনিভার্সিটির গ্যালারি-০১ এ আালোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির ফ্যাকাল্টি ড. আরিফুল হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্র্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব) মো. শাহ আলম, পিএসসি। সভায় সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান খান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, লিডিং ইউনিভার্সিটি এবং মারডক ইউনিভার্সিটির মধ্যে ইতিপূর্বে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে লিডিং ইউনিভার্সিটি’র ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র-ছাত্রীরা সরাসরি মারডক ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফারের সুবিধা লাভ করবে। আজকের আলোচনা থেকে মূল্যবান দিকনির্দেশনা লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষা অর্জনের কার্যক্রমকে সুন্দর ও সহজতর করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। তিনি এ আলোচনায় অংশগ্রহণ করার জন্য ড. আরিফুল হককে ধন্যাবাদ জানান এবং এ অনুষ্ঠান আয়োজন করার জন্য ব্যবসায় প্রশাসন বিভাগকেও ধন্যবাদ জ্ঞাপণ করেন।

প্রধান আলোচক ড. আরিফুল হক অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার স্বপ্নকে বাস্তবায়িত করার বিভিন্ন পরামর্শ দেন। তিনি কিভাবে অর্থ ও এবং সময় বাঁচিয়ে সহজভাবে আবেদন করে সফলতা পাওয়া যায় তা শিক্ষার্থীদের প্রশ্নত্তোরের মাধ্যমে ব্যাখ্যা করেন।

লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক  মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview