Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শীতের শুরুতেই স্টামফোর্ড ভলান্টিয়ার্সদের শীতবস্ত্র বিতরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ১১:২০ AM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ১১:২০ AM

bdmorning Image Preview


প্রতি বছরের ন্যায় এবারও অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল স্টামফোর্ড ইউনিভার্সিটি ভলান্টিয়ার্স ক্লাব। 

শনিবার (২৪শে নভেম্বর) রাজধানীর খিলগাও কমিউনিটি সেন্টার সংলগ্ন একটি বস্তিতে ৫০টি পরিবারের হাতে কম্বল তুলে দেয় ক্লাবটির সদস্যরা।

এছাড়াও তারা বস্তিবাসীদের ব্যাক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ এবং সাবান, শ্যাম্পু, টুথব্রাশ, টুথপেস্ট, পেট্রোলিয়াম জেলিসহ বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী বিতরণ করেন। এসময় ফোরামের কনভেনর মৃত্যুঞ্জয় আচার্যিসহ ফোরামের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। 

ফোরামের কনভেনর এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক মৃত্যুঞ্জয় আচার্যি বলেন, স্টামফোর্ড ইউনিভার্সিটি ভলান্টিয়ার্স ক্লাব সাধ্যমত চেষ্টা করেছে সমাজের কিছু অসহায় মানুষের পাশে দাড়াতে। আমাদের মত আপনারা তথা এই সমাজের সবাই যদি নিজ নিজ স্বামর্থ অনুযায়ী এসব অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ায়, আমার বিশ্বাস মাত্র ক্ষুদ্র সংখ্যার এই মানুষগুলোর আর কোন দুঃখ কষ্ট থাকবে না।

এছাড়াও ক্লাবটির কো-অর্ডিনেটর স্নেহাশীষ মাহাতা বলেন, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ভলান্টিয়ার্স ক্লাবটি প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্ত-মানবতার সেবায় সর্বদা এগিয়ে যাওয়ার চেষ্টা করে চলেছে। ক্লাবটি বিশ্বাস করে তাদের সামান্যতম প্রচেষ্টা সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোর একটু হলেও উপকারে আসবে। সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধ করবে।

Bootstrap Image Preview