Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লিফটে ছাত্রীর সামনে হস্তমৈথুন, কলেজ কর্তৃপক্ষ ‘পোশাক দায়ী’ করল!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৬:৩২ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৬:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বেশ কয়েকদিন ধরেই বলিউডে পাড়ায় আলোচিত বিষয় হলো হস্তমৈথুন। শুধু বলিউড নয়, এর হাত থেকে ছাড় পায়নি শিক্ষাঙ্গনও। এবার কলেজ হোস্টেলের লিফটে ছাত্রীর সামনে হস্তমৈথুন এক ব্যক্তির। অভিযুক্ত আবার বিশ্ববিদ্যালয়েরই কর্মী। পরিচ্ছন্নতা কর্মীর অশালীন আচরণের প্রতিবাদে উত্তাল ভারতের চেন্নাইয়ের এসআরএম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে একটি কলেজ।

২২ নভেম্বর, বৃহস্পতিবার থেকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। অভিযোগ উঠেছে, অভিযোগ ওঠা পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিক্ষোভ ক্রমেই তীব্র আকার ধারণ করছে।

বিক্ষোভকারীদের মতে, দ্বিতীয় বর্ষের এক ছাত্রী বিকেল ৩টার দিকে হোস্টেলের লিফটে উঠেছিলেন। তার সঙ্গে উপরে উঠছিলেন এক পরিচ্ছন্নতা কর্মী। ওই পরিচ্ছন্নতা কর্মী লিফটের মধ্যে ওই ছাত্রীর সামনেই হস্তমৈথুন শুরু করে দেন। এই ঘটনার জন্য কলেজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ছাত্রীর পোশাককে দায়ী করেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

লিফটের মধ্যে পরিচ্ছন্নতা কর্মীর এরকম কাজে লিফট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই ছাত্রী। কিন্তু তাকে আটকে দেয় ওই ব্যক্তি।

সংবাদমাধ্যমগুলোকে ওই ছাত্রী জানান, লিফট থেকে বের হওয়ার জন্য সে এক পর্যায়ে চিৎকার শুরু করে।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে অর্জুন নামের অভিযুক্ত ওই পরিচ্ছন্নতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ কলেজের ভিসি এ নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

এ বিষয়ে ভিসি সন্দীপ সাচেতি জানিয়েছেন, শিক্ষার্থীরা এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলছেন। এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ লিফটে হেনস্তা হওয়া ওই ছাত্রীকে নীরব থাকতে বলেছেন। পাশাপাশি কর্তৃপক্ষ বলছে ছাত্রীদের পোশাকের বিষয়ে আরও সচেতন হওয়ার কথা। খাটো পোশাক পরা যাবে না। কারণ খাটো পোশাকের জন্য এ ধরনের ঘটনা ঘটছে।

Bootstrap Image Preview