Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিল্লিতে পিস্তলসহ বাংলাদেশি ৫ ডাকাতি গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৪:৪৮ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৪:৪৮ PM

bdmorning Image Preview


ভারতের দিল্লিতে ডাকাতিকালে গুলিবিদ্ধসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, কয়েকটি গুলি এবং বাড়ি ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়।

শুক্রবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নিউ ফ্রেইন্ডস কলোনির তৈমুর নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের সাথে ডাকাত দলের সংঘর্ষ ঘটে।

গ্রেফতার পাঁচজনই অপরাধ দলের সদস্য বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের নাম পরিচয় জানা যায়নি। দলের দুই সদস্যকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের পায়ে গুলি লাগলেও অবস্থা স্থিতিশীল।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ১৫টা থেকে সাড়ে ১২টার মধ্যে তৈমুর নগর এলাকায় ওই পাঁচ বাংলাদেশি নাগরিক একটি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে দুই পক্ষের সংঘর্ষ বাধে।

গ্রেফতার ডাকাত দলটি দিল্লি, কোটা ও বেঙ্গালুরুতে ডাকাতি, খুন ও ধর্ষণের ঘটনায় যুক্ত রয়েছে। এমনকি তাদের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগও রয়েছে।

দিল্লি পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) রাজীব রঞ্জন জানান, গ্রেফতার বাংলাদেশি সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সেখানে জমায়েত হয়েছিল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আগেই সেখানে ওঁত পেতেছিল পুলিশের অপরাধ দমন শাখার সদস্যরা।

তাদের আত্মসমর্পণ করার কথা বললে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। ঘটনার পর ওই এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়।

Bootstrap Image Preview