Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কৃষকদের প্রত্যেকের একাউন্টে মোদির পনের লাখ টাকা কই?

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৪:২৫ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৪:২৫ PM

bdmorning Image Preview


ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেন, মোদিজী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন প্রত্যেক প্রচারসভায় তিনি বলেছিলেন, প্রত্যেক বছরে দুই কোটি বেকারের কর্মসংস্থান হবে। কৃষকের ফসলের সঠিক মূল্য দেয়া হবে। প্রত্যেকের অ্যাকাউন্টে পনের লাখ টাকা দেয়ার কথাও বলেছিলেন। কিন্তু ওটা একেবারেই মিথ্যে প্রতিশ্রুতি ছিল।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যা বলেন তাতে কোনও সারবত্তা নেই। যেখানেই যান মিথ্যে বলেন, ফাঁকা প্রতিশ্রুতি দেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার সময় দুর্নীতি, কৃষকদের সমস্যা, কর্মসংস্থানের কথা বলেছিলেন। কিন্তু এখন ওনার ভাষণ শুনে দেখুন এসব কথা আর বলছেন না।’ রাহুল বলেন, ‘বিজেপির সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়েছে। কৃষকদের ঋণ মওকুফ নিয়ে প্রধানমন্ত্রী নীরব রয়েছেন।

রাফায়েল যুদ্ধবিমান ক্রয়ে দুর্নীতির অভিযোগ করে রাহুল বলেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) পরিচালক রাফায়েল নিয়ে তদন্ত শুরু করতে যাচ্ছিলেন। কিন্তু তাকে রাত দুটোর সময় পরিচালক পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। মোদিজী জানেন যেদিন তদন্ত শুরু হবে সেদিন আর কারও নাম উঠে আসবে না, কেবল নরেন্দ্র মোদি ও অনিল আম্বানির নামই আসবে।

Bootstrap Image Preview