Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাম মন্দির নির্মাণের দাবিতে থমথমে অযোধ্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০১:৩৯ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০১:৩৯ PM

bdmorning Image Preview


রাম মন্দির নির্মাণের দাবিতে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) ও শিবসেনার কর্মসূচিকে ঘিরে ভারতের অযোধ্যায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

আগামীকাল (রবিবার) অযোধ্যায় এই দুই সংগঠনেরই রয়েছে কর্মসূচি। আর সে বিষয়কে কেন্দ্র করেই অযোধ্যায় এই সর্তকতামূলক ব্যবস্থা নিয়েছে দেশটির প্রশাসন।

ভারতীয় সংবাদ মাধ্যমের  খবরে জানা গেছে, আজ (শনিবার) অযোধ্যায় দুদিনের সফরে আসছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।

জানা গেছে, রাম মন্দিরের দাবিতে অযোদ্ধার ২৮৮টি বিধানসভা কেন্দ্রে প্রার্থনার আয়োজন করবে শিবসেনা। ইতোমধ্যে শনিবার সকালেই অযোধ্যার জাংশন স্টেশনে ২৫ হাজার শিবসেনা সমর্থক নেমেছেন। অন্যদিকে একইদিনে অযোধ্যায় বিক্ষোভ সমাবেশ করবে আরএসএস।

ওযোধ্যা পুলিশের অনুমান, রবিবার আরএসএস ও শিবসেনার অনুষ্ঠান উপলক্ষ্যে উত্তরপ্রদেশের এই শহরে লক্ষাধিক লোকের সমাবেশ হতে পারে। আগে থেকেই রামমন্দির বিষয়ে বিজেপির সঙ্গে শিবসেনা সম্পর্ক বেশ উত্তপ্ত।

শুক্রবার শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, মাত্র ১৭ মিনিটে আমরা বারবি মসজিদ ভেঙে ধুলিস্যাৎ করে দিয়েছিলাম।

অথচ এতোবছরেও মন্দির নির্মাণের জন্য আইন পাশ করেনি বিজেপি। এর আগে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেছিলেন, অনেক হয়েছে। এবার প্রথমে মন্দির, তারপর সরকার।

এসব বিষয় বিবেচনা করে বিজেপি সরকারের তির্যক মন্তব্য করে অযোধ্যায় রবিবার সোনা মোতায়নের দাবিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব।

উত্তরপ্রদেশের সাবেক এই মুখ্যমন্ত্রী বলেছেন, বিজেপি সুপ্রিম কোর্ট কিংবা সংবিধানে বিশ্বাস করে না। ওরা যে কোনও কিছুই করতে পারে। অযোধ্যায় এখন যা পরিস্থিতি তাতে সেখানে সেনা ডাকা প্রয়োজন।

Bootstrap Image Preview