Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চরম ব্যাটিং বিপর্যয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করলো বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০৫:০১ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০৫:০১ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসের ৭৮ রানের লিড নিয়ে দবিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে টাইগাররা।কিন্তু দ্বিতীয় ইনিংসের শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।সেই ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে মিরাজকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মুশফিক। দ্বিতীয় দিনের খেলা শেষে টাইহারদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৫৫ রান। এই রানের সাথে টাইগারদের লিড হয়েছে ১৩৩ রান।

আউট হয়েছেনঃ সৌম্য সরকার(১১), ইমরুল কায়েস(২), মুমিনুল হক(১২), সাকিব আল হাসান(১), মিথুন আলী(১৭)।নটাউট মুশফিক(১১) ও মিরাজ(০)।

সাকিবের পর মিথুনের বিদায়ঃ ব্যাটিং বিপর্যয়ের ঝড় থামাতে পারলেন না মিথুনও। চার উইকেট হারিয়ে দল যখন কঠিন চাপের মুখে তখন মুশফিককে নিয়ে নতুন করে জুটি গড়ার চেষ্টা করেন মিথুন। উইকেটের চাপ বেশ কাটিয়ে উঠিয়েছিলেন এই দুই ব্যাটসম্যান।কিন্তু খেলা শেষ হওয়ার আগ মুহুর্তে বিষুর বলে বোল্ড আউট হন মিথুন। ব্যাট হাতে মিথুন করেন ১৭ রান।

হতাশ করলেন সাকিবঃ পরপর তিন উইকেট হারিয়ে টাইগাররা যখন চরম ব্যাটিং বিপর্যয়ে ভুগছে তখন উইকেটে আসেন ক্যাপ্টেন সাকিব।সবাই ভেবেছিলো বোলিংয়ে যেমন ঝড় তুলেছিলেন ব্যাটিংয়েও তেমন কিছু একটা দেখা যাবে। কিন্তু সব আশা শেষ করে মাত্র ১ রান করে বড় শর্ট খলতে গিয়ে ক্যাচ আউটের হন তিনি।

পারলেন না মুমিনুলওঃ প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল দ্বিতীয় ইনিংসে বেশি সময় দিতে পারলেন না। মত্র ১২ রান করে তিনিও এলবিডব্লিউ আউটের ফাঁদে পড়েন।

দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ সৌম্যঃ সৌম্যর ব্যাট যেন ছন্দ খুজে পাচ্ছে না।তাই নিজেকে সেই ভাবে মেলে ধরতে পারছেন না। প্রথম ইনিংসে শূন্য করার পর দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই করেছিলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।কিন্তু সেই ভালোটা বেশিক্ষন ধরে রাখতে পারলেন না।মাত্র ১১ রান করে ক্যাচ আউটের ফাঁদে পড়েন তিনি।

ইমরুলের বিদায়ঃ প্রথম ইনিংসে ৪৪ রানব করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে কিছুই করতে পারলেন না এই বা-হাতি ব্যাটসম্যান।দ্বিতীয় ইনিংসে মাত্র ২ রান করে বোল্ড আউট হয়ে ফিরে যান সাজ ঘরে।

Bootstrap Image Preview