Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জম্মু-কাশ্মিরে সেনা অভিযানে নিহত ৬ জঙ্গি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ১২:২৭ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ১২:২৭ PM

bdmorning Image Preview


জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় ভারতীয় সেনাদের তল্লাশিকালে বন্দুকযুদ্ধে ৬ জন জঙ্গি নিহত হয়েছে। ওই ঘটনায় ভারতীয় সেনাদের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তল্লাশির কাজ এখনও চলছে।

শুক্রবার (২৩ নভেম্বর) সকালে ভারতীয় সেনাদের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে তল্লাশির সময় এ ঘটনা ঘটে। এই তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদসংস্থা এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার সকালে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের বীজবেহারার জঙ্গল এলাকায় ভারতীয় নিরাপত্তা রক্ষীরা তল্লাশি চালান। স্থানটি শ্রীনগর থেকে ৫০ কিমি দূরে অবস্থিত। তল্লাশির সময় সন্ত্রাসবাদী জঙ্গিদের সাথে গোলাগুলির ঘটনা ঘটে। তখনই ঘটনাটি ঘটে।

আইএএনএস-এর মাধ্যমে পুলিশ বিভাগ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা রক্ষীরা জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গিদের খুবই কাছে পৌঁছে গিয়েছিল। তখনই জঙ্গিরা গুলি চালায়। প্ৰত্যুত্তরে নিরাপত্তা রক্ষীরাও গুলি চালায়। এতে ওই ছয় জঙ্গি নিহত হয়।

এদিকে সুরক্ষার কথা মাথায় রেখে অনন্তনাগ এলাকায় মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মাত্র তিন দিন আগে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে ভারতীয় সেনারা তল্লাশি চালান। সেনাদের কাছে খবর ছিল, সোপিয়ানের একটি গ্রামে লুকিয়ে আছে কয়েকজন সন্ত্রাসবাদী। সেই খবরের ওপর ভিত্তি করে তল্লাশি শুরু হয়।

ওই গ্রামে যখন সেনারা হানা দেন, তখনই তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পালটা গুলি চালান সেনারাও। তাতে চার জঙ্গি নিহত হয়। নিহত জঙ্গিরা কোন সংগঠনের তা এখনো জানা যায়নি। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এ সময় জঙ্গিদের আক্রমণে ভারতীয় এক সেনা গুরুতর জখম হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, কিছুক্ষণ চিকিৎসার পর তিনি মারা মারা যান।

Bootstrap Image Preview