Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 কৃষক আন্দোলনে উত্তাল মুম্বাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ১২:১৮ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ১২:১৮ PM

bdmorning Image Preview


ভারতে হাজার হাজার কৃষক জড়ো হয়ে কৃষিক্ষেত্রে নানা সমস্যার জেরে বিক্ষোভ করেছে মুম্বাইতে। মহারাষ্ট্রের আদিবাসীদের সঙ্গে নিয়ে কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন দাবিতে মুম্বাইয়ের আজাদ ময়দানে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করে তারা।

রাজ্য সরকার থেকে লিখিত আশ্বাস পেয়ে মুম্বাইয়ে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেন মহারাষ্ট্রের কৃষকরা। জমির অধিকারের দাবিতে গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ে পৌঁছায় কৃষকদের বিশাল মিছিল। থানে থেকে টানা ২ দিন হেঁটে বৃহস্পতিবার দুপুরে আজাদ ময়দানে পৌঁছান হাজার হাজার এই সব আদিবাসী কৃষক। 

দাবি একটাই, 'লাঙল যার, জমি তার।' দিনের শেষে কৃষকদের সেই দাবি লিখিত ভাবে মেনে নিয়েছে মহারাষ্ট্রের ফড়নবীস সরকার। এদিন বেলা বাড়তেই আজাদ ময়দানের দখল নেন কৃষকরা। সরকারের বিরুদ্ধে চলতে থাকে বিক্ষোভ স্লোগান। বিধানসভা অভিযান রুখতে পুলিশি ব্যবস্থা থাকলেও কৃষকদের কোথাও বাধা দেয়নি তারা। দুপুরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের সঙ্গে দেখা করেন কৃষকদের ২০ সদস্যের প্রতিনিধিদল। 

প্রায় ২ ঘণ্টা চলে বৈঠক। বৈঠক শেষে কৃষক নেতাদের তরফ থেকে বিক্ষোভ প্রত্যাবারের ঘোষণা করা হয়। জানানো হয়, কৃষকদের দাবি লিখিত ভাবে মেনে নিয়েছে সরকার। কৃষক নেতাদের সামনেই সমস্যা সমাধানে ভিডিও কনফারেন্সিংয়ে জেলা প্রশাসককে যাবতীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। 

মহারাষ্ট্রে ২.৩ লক্ষ আদিবাসী কৃষকের জমির মালিকানা নেই বলে অভিযোগ কৃষক নেতাদের। জমির অধিকার আদায় করতে লোক সংঘর্ষ মোর্চা নামে সংগঠনের ছাতার তলায় মহারাষ্ট্র বিধানসভা অভিযানের লক্ষ্যে থানে থেকে পদযাত্রা শুরু করেন কৃষকরা। নাম দেওয়া হয় উলগুলান মোর্চা। প্রায় ২ দিন হেঁটে মুম্বাই পৌঁছন সেরাজ্যের ১৯ জেলার ১০,০০০ কৃষক। 

 

Bootstrap Image Preview