Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'আমি আমার পরীক্ষায় পাশ করেছি'

অঙ্কুর সরকার, জাককানইবি প্রতিনিধি
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০২:২৬ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০২:২৬ PM

bdmorning Image Preview


আমি এই বিশ্ববিদ্যালয়ে এসে দুটি ভর্তি পরীক্ষা পরিচালনা করি যা সকলের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এই ভর্তি পরীক্ষাটি ছিলো আমারো পরীক্ষা। যে পরীক্ষায় পাশ করার প্রধান শর্ত স্বচ্ছভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করে মেধাবীদের ভর্তি করা। আমি সেই পরীক্ষায় পাশ করেছি বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

গত ১১-১৫ নভেম্বর পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।  ভর্তি পরীক্ষা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপাচার্যসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাগণ।

জানা যায়, এই শিক্ষাবর্ষে ১১০৫ টি আসনের বিপরীতে ভর্তিচ্ছুদের আবেদন পড়েছিলো ৩৩০২২টি। যেখানে প্রতি আসনের বিপরীতে লড়তে হয়েছিলো ৩০ জন ভর্তিচ্ছুকে। ইতোমধ্যে ব্যবহারিক পরীক্ষা সংশ্লিষ্ট বিষয় ছাড়া প্রায় সকল ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

ভর্তি পরীক্ষা নিয়ে  উপাচার্য আরও বলেন, আমি যতোদিন এই বিশ্ববিদ্যালয়ে আছি এই পরীক্ষায় কেউ আমাকে ফেল করাতে পারবে না। আমি মনে করি আমার সাথে সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা আছেন। তাদের সাথে নিয়েই বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে চাই। সামনের দিনে বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিত ভাবে গুছিয়ে আরো বড় পরিসরে নিয়ে যাবো যা একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি পাবে।

উল্লেখ্য যে, উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান গত বছরের ১৪ নভেম্বর এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন।

Bootstrap Image Preview