Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীলঙ্কায় গণকবর, মিলল আড়াইশ' কঙ্কাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ১২:০০ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ১২:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মানারে একটি বিশাল গণকবরের সন্ধান মিলেছে। এখানে ২৩০ টিরও বেশি কঙ্কাল পাওয়া গেছে।

দেশটির বিশেষজ্ঞরা জানিয়েছে, চলতি বছরের শুরুতে এই গণকবরটি পাওয়া যায়। এটিকে দেশটির ইতিহাসের সবচাইতে বড় গণকবর বলে মনে করছেন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা।

শ্রীলঙ্কায় দীর্ঘ ২৬ বছর ধরে গৃহযুদ্ধ চলেছে। ২০০৯ সালে গৃহযুদ্ধের অবসান ঘটে। যুদ্ধে অন্তত ২০ হাজার মানুষ নিখোঁজ হয়েছে। নিহত হয়েছে এক লাখ মানুষ।

শ্রীলঙ্কার তামিল গোষ্ঠীর সঙ্গে সরকারের বাহিনীর যুদ্ধে ২০ হাজার মানুষ নিখোঁজ হয় বলে মানবাধিকারকর্মীরা দাবি করে থাকেন।

গণকবরটির উদ্ধারকাজের নেতৃত্বে থাকা ফরেনসিক প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞ ও কলম্বোর নিকটবর্তী কেলানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজ সোমাদেবা একটি গণমাধ্যমকে জানান,  এ পর্যন্ত ২৩০টিরও বেশি কঙ্কাল পেয়েছি। আমার মতে, এটিই আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে বড় গণকবর।‌‌

তিনি জানান, গণকবরে পাওয়া মরদেহের পরিচয় সনাক্ত করা যায়নি। জানা যায়নি কিভাবে তাদের মৃত্যু হয়েছে।

Bootstrap Image Preview