Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানি জাতিকে ধ্বংস করার মার্কিন স্বপ্ন পূরণ হবে না: জারিফ

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ১১:৫৭ AM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ১১:৫৭ AM

bdmorning Image Preview


ইরানকে বারবার ‘সন্ত্রাসী জাতি’ হিসেবে অভিহিত করার মধ্যদিয়ে ইরানের প্রতিটি জনগণের সঙ্গে ট্রাম্পের শত্রুতার মনোভাব ফুটে ওঠে। সেইসঙ্গে ইরানি জনগণের ওপর অন্যায় নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়ার প্রকৃত কারণও স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু ইরানি জাতিকে ধ্বংস করার মার্কিন স্বপ্ন কোনোদিনও বাস্তবায়িত হবে না।

ব্যক্তিগত টুইটার পেজে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এভাবে নিজের মতামত ব্যক্ত করেছেন।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানি জনগণকে ‘সন্ত্রাসী জাতি’ হিসেবে অভিহিত করে বলেন, আপনি যদি ইরানের দিকে তাকান এবং তারা যা করছে তার প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন তাহলে উপলব্ধি করবেন তারা বর্তমানে একটি ‘সন্ত্রাসী জাতি’তে পরিণত হয়েছে।

মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প সৌদি রাজতন্ত্র-বিরোধী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে কথা বলতে গিয়ে অপ্রাসঙ্গিকভাবে ইরানকে টেনে আনেন। সিআইএ ওই হত্যাকাণ্ডের জন্য সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে দায়ী করলেও ট্রাম্প তা অস্বীকার করেন।

Bootstrap Image Preview