Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবিতে নরসিংদী স্টুডেন্ট এসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত

আবদুল্লা আল মাসুদ,শাবি প্রতিনিধি:
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ১১:১১ AM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ১১:১১ AM

bdmorning Image Preview
ছবি: প্রতিবেদক


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নরসিংদী স্টুডেন্ট এসোসিয়েশণের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি বিল্ডিংয়ের গ্যালারী-১ এ নবীনদের বরণ করে নেওয়া হয়।

রাইতাহ বিনতে আহসান ও মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নরসিংদী স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি সজীবুর রহমান। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিদ মোল্লা ফাউন্ডেশন ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আব্দুল কাদির মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে কাদির মোল্লা বলেন, আমি মানুষের জন্য কাজ করি। আমার ধ্যান জ্ঞান সব মানুষকে নিয়ে। কিভাবে মানুষের ভালো করা যায়, উন্নতি করা যায় সে চিন্তাই আমি সবসময় করি।

তিনি বলেন, একসময় আমার পড়াশোনার জন্য অর্থ ছিলো না, যার জন্য আমি অনেক কষ্ট করে এ পর্যন্ত এসেছি। অর্থের অভাবে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাক, তিনি বেঁচে থাকতে অন্তত এটা হতে দিবেন না।

শাবিতে অবস্থানরত নরসিংদী জেলা থেকে আগত শিক্ষার্থীরা সিলেট থেকে নরসিংদী পর্যন্ত একটা বাসের দাবি জানালে তিনি বিশ্ববিদ্যালয়ের অনুমতি সাপেক্ষে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের জন্য দুটি এসি বাস দেয়ার ঘোষণা দেন।

তবে এই বাসটি সপ্তাহ কিংবা পনেরদিনে একবার নরসিংদী-শাবি ক্যাম্পাস যাতায়াত করবে এমন শর্ত দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজি থাকলে ডিসেম্বরের মধ্যেই বাস প্রদানের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবেন।

অন্যদিকে নরসিংদী জেলার দরিদ্র শিক্ষার্থীরা শিক্ষকের সুপারিশক্রমে বৃত্তি পাবেন মজিদ মোল্লা ফাউন্ডেশন থেকে ও বিদেশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিমান ভাড়ার অর্থ পাবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, অধ্যাপক ড. আবু ইউসুফ, অধ্যাপক ড. মিজানুর রহমান খান, অধ্যাপক ড. রফিকুল ইসলাম, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।

এছাড়া আরও বক্তব্য রাখেন শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মুহিবুল আলম, সাবেক শাবি শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল মোমেন, শাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন খান রাসেল, বর্তমান শিক্ষার্থী লিংকন চৌধুরী, আরিফ হোসেন, রিমন আহমেদ,সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

এর আগে বিকালে শাবি ভিসির সাথে এক বৈঠকে তিনি শিক্ষকদের জন্য তিনটি উন্নতমানের এয়ার কন্ডিশনড মিনিবাসের বিষয়ে প্রতিশ্রুতি দেন এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সম্প্রসারণে প্রয়োজনীয় অর্থ অনুদানের প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় শাবি ভিসি ফরিদ উদ্দিন আহমেদ সভাপতির বক্তব্যে বলেন, শিক্ষাক্ষেত্রে কাদির মোল্লার অবদান সর্বজন বিদিত।

এসময় অন্যান্যদের মধ্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামানসহ বিভিন্ন স্কুলের ডীনবৃন্দ ও বিভিন্ন সিনিয়র অধ্যাপক উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview