Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া কার আদর্শ হতে পারে?

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০২:২১ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০২:৪১ PM

bdmorning Image Preview


মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ‘রিফরমেসি’ কথাটার সঙ্গে কমবেশি সবাই পরিচিত। ইংরেজি ‘রিফরমেশন’ (সংস্কার) শব্দের প্রতিরূপ এটি। এই দুটি দেশ এখন জোর কদমে রিফরমেসির দিকে এগিয়ে চলেছে। তিন দশক ধরে চলা সুহার্তোর স্বৈরাচারী সরকারের খপ্পর থেকে ১৯৯৮ সালে বেরিয়ে আসার পর ইন্দোনেশিয়ায় এখন একটি প্রাঞ্জল গণতন্ত্রের ধারা বইছে। বহু দেশের তুলনায় এই দেশে এখন মানবাধিকারকর্মী ও সংবাদকর্মীদের কথা বলার অধিকার বেশি।

৬০ বছরের মাথায় মালয়েশিয়ায় গত মে মাসে তুমুল পরিবর্তন ঘটে গেছে। শেষ পর্যন্ত দেশটিতে জবাবদিহি, উন্মুক্ত বাক্‌স্বাধীনতা ও গণতান্ত্রিক ব্যবস্থার দুয়ার খুলে গেছে। পশ্চিমারা যুক্তি দেন, মুসলিম অধ্যুষিত দেশগুলোতে গণতন্ত্রের চর্চা করা কঠিন। কিন্তু মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া তাঁদের সেই ভাষ্যকে মিথ্যা প্রমাণিত করতে পেরেছে। এই দুটি দেশই এখন সম্ভবত বিশ্বের সবচেয়ে প্রাণবন্ত গণতান্ত্রিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।

ইন্দোনেশিয়ার প্রতিবেশী দেশ মালয়েশিয়াও এখন সংস্কারের মধ্য দিয়ে গণতন্ত্রকে পুনর্গঠন করছে। গত মে মাসে কর্তৃত্ববাদী নাজিব রাজাকের পতনের পর তাঁর ব্যাপক দুর্নীতির তদন্ত করা হচ্ছে। মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় ‘একনায়ক’ হিসেবে দেশ চালিয়েছেন। সেই মাহাথির গত নির্বাচনে আবার প্রধানমন্ত্রী হিসেবে ফিরে এসেছেন। তাঁর সমালোচনা করায় এক ব্যক্তিকে আটক করার পর মাহাথির টুইট বার্তায় বলেছেন, তাঁর সমালোচনা করায় কাউকে আটক করা যাবে না। অর্থাৎ মাহাথির সেই কর্তৃত্ববাদী চরিত্র থেকে বেরিয়ে এসে উদার নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। গত মাসে মাহাথিরের সরকার মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত করেছে। মৃত্যুদণ্ডের বিধান বাতিলের প্রক্রিয়া শুরু করেছে তারা। নারীদের ঋতুস্রাব-সংক্রান্ত পণ্যের ওপরে দেশটিতে যে ‘পিংক ট্যাক্স’ নেওয়া হয়, সেটিও বাতিল করবে বলে সরকার ঘোষণা দিয়েছে।

অন্যদিকে ইন্দোনেশিয়ার সুশীল সমাজ নিয়মিতভাবে সরকারের নেতিবাচক কাজের সমালোচনা করে। প্রয়োজনে আন্দোলনও করে। দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা করাপশন এরাডিকেশন কমিশন (কেপিকে) এতটাই জোরালো যে গত এপ্রিলে দেশটির পার্লামেন্টের স্পিকার সত্য নোভান্তোকে তারা দুর্নীতির দায়ে ক্ষমতা থেকে নামিয়েছে এবং তাঁর ১৫ বছরের জেল হয়েছে।

Bootstrap Image Preview