Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরিয়া নিয়ে আলোচনা করলেন জাবেরি আনসারি

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০১:৩৫ PM
আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০১:৩৫ PM

bdmorning Image Preview


আগামী সপ্তাহের শেষ নাগাদ কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া বিষয়ক শান্তি আলোচনার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র সহকারী ও সিরিয়া বিষয়ক আলোচক হোসেইন জাবেরি আনসারি সুইজারল্যান্ডে জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি স্ট্যাফান ডি মিস্তুরার সঙ্গে বৈঠক করেছেন। সেখানে সিরিয়ার কোনো কোনো সরকার বিরোধী গোষ্ঠীর নেতাদের সঙ্গেও কথা বলেছেন।

আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত এসব বৈঠকে সিরিয়ার নতুন সংবিধান প্রণয়ন কমিটি গঠনের পথে প্রতিবন্ধতকতাগুলোর পাশাপাশি আসন্ন আস্তানা শান্তি আলোচনার ব্যাপারে কথা হয়েছে।

হোসেইন জাবেরি আনসারি এর আগে গত সপ্তাহে সিরিয়া সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। ওইসব সাক্ষাতেও সিরিয়ার নয়া সংবিধান প্রণয়ন বিষয়ক কমিটি প্রতিষ্ঠার বিষয়ে আলাপ-আলোচনা হয়।

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ হিসেবে ইরান সব সময় রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকটের সমাধান করার ওপর জোর দিয়ে এসেছে। ইরানের উদ্যোগে এবং রাশিয়া ও তুরস্কের সহযোগিতায় ২০১৭ সালের জানুয়ারি মাসে আস্তানা শান্তি প্রক্রিয়া শুরু হয়। ওই শান্তি প্রক্রিয়ার জের ধরে সিরিয়ার সহিংসতা অনেকাংশে কমে আসে।

Bootstrap Image Preview