Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝড়বৃষ্টিতে সৌদির মরুভূমি যেন ভাসমান জলাশয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৫:১৯ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৫:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদি আরবের মরুভূমিতে বালু ঝড়ের সঙ্গে অনেকেই পরিচিত। কিন্তু সেই বালুর রাজ্যে ভারি বর্ষণ সবাইকে অবাক করেছে। গতকাল সোমবার দেশটির পূর্বাঞ্চল মরুভূমিতে এমন ঘটনাই ঘটেছে।  

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তপ্ত মরুভূমির মধ্যে প্রচণ্ড ঝড়বৃষ্টির মধ্যে হেঁটে চলেছে মরুভূমির জাহাজখ্যাত উটের দল। আর এসব পশুদের নেতৃত্ব দিচ্ছেন দুজন ব্যক্তি। তাদের হেঁটে চলার পথে লাল তপ্ত বালুকে শীতল করা পানির স্রোত প্রবাহিত হতে দেখা যায়।

সৌদি আরবের পূর্বাঞ্চলে কয়েকদিন ধরেই শীতল অবস্থা বিরাজ করছে। গতকাল ভারি বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া এবং ওই এলাকার মরুভূমির বালু ভিজে অনেকটা ভাসমান জলাশয়ে রূপ নেয়।

রাজধানী রিয়াদের উত্তরে তুমাইর রোডের পাশ থেকে আলোকচিত্রী ফাহাদ আল-ওসাইমি ওই ভিডিও ধারণ করেন। ভিডিও দেখা যাওয়া, উটগুলোর মালিক আয়াদা আল মাসউদের এবং ভিডিওটি প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তার ছেলে আবেদ এল-এল মাসউদ।

ভিডিও ধারণকারী আল-ওসাইমি, আল অ্যারাবিয়াকে বলেন, তামিরের কেন্দ্রীয় অঞ্চলের দিকে একটি রাস্তার পাশে দেখতে পাই কিছু উট এবং তাদেরকে পথ দেখানো দুজন লোক প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে পড়েছেন। তারা প্রায় তিন কিলোমিটার দূর থেকে ভীত-সন্ত্রস্ত উটদের নিয়ে আসছিলেন ।

সৌদি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে খুব খারাপ আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে দেশটি।

Bootstrap Image Preview