Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরিয়া বিষয়ক জাতিসংঘের নতুন দূতের প্রতি রাশিয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৪:২৪ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৪:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জাতিসংঘ মহাসচিবের সিরিয়া বিষয়ক নতুন দূত জাইর পেদারসেন তার কর্মস্থলে যোগ দিয়ে জেনেভা, সোচি ও আস্তানার আলোচনার প্রতি মনোযোগী হবেন। এবং তা এগিয়ে নেবেন বলে আশা করছে রাশিয়া। সিরিয়া বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা অধিবেশনে গতকাল সোমবার এ আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার সহকারি স্থায়ী প্রতিনিধি ভ্লাদিমির সাফ্রঙ্কোভ একথা জানান। খবর তাসের।

সাফ্রঙ্কোভ বলেন, ‘আমরা আশা করছি যে নতুন এ দূত জেনেভা, আস্তানা ও সোচি আলোচনার ভিত্তিতে সিরিয়া শান্তি সংক্রান্ত তার কাজ এগিয়ে নেবেন। পেদারসেনকে আমরা একজন অভিজ্ঞ ও নিরপেক্ষ কূটনীতিক হিসেবে জানি।’

সিরিয়া বিষয়ক বর্তমান জাতিসংঘ দূত স্টেফান ডি মিস্টুরা গত অক্টোবরে জানান, তিনি ব্যক্তিগত কারণে নভেম্বরের শেষ নাগাদ এ পদ থেকে সরে দাঁড়াবেন।

নরওয়ের কূটনীতিক জাইর পেদারসেন ডি মিস্টুরার স্থলাভিষিক্ত হবেন।পরে জাতিসংঘ সচিবালয় জানায়, সিরিয়া বিষয়ক এ নতুন দূত ডিসেম্বরে তার কাজ শুরু করতে পারেন।

Bootstrap Image Preview