Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'নবম জাতীয় আয়কর মেলা ২০১৮' উপলক্ষে ওয়ার্কশপ অনুষ্ঠিত

সাইফুর রহমান, পবিপ্রবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ১২:৪১ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ১২:৪১ PM

bdmorning Image Preview


"নবম জাতীয় আয়কর মেলা ২০১৮" উপলক্ষে বরিশাল আয়কর কমিশনের আয়োজনে "ট্যাক্স শিখন ফোরাম" শিরোনামে ওয়ার্কশপ এ পবিপ্রবির বিএএম অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ওয়ার্কশপটি বরিশাল কর ভবনে মঙ্গলবার (১৯শে নভেম্বর) অনুষ্ঠিত হয়।

জাতীয় আয়কর মেলা উপলক্ষে পবিপ্রবির বিএএম অনুষদের এ.আই.এস বিভাগের এর চেয়ারম্যান প্রফেসর জাকির হোসেন, প্রভাষক শাহ মোহাম্মদ সুমন ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মোঃ তারিকুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত ওয়ার্কশপে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশালের অতিরিক্ত কর কমিশনার আবুল বাশার আকন।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন, বরিশাল কর বিভাগের কর্মকর্তারা ও পবিপ্রবির শিক্ষকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে কর প্রদানের উপর গুরুত্বারোপ করেন ও উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর জাকির হোসেন কর অফিসে পবিপ্রবির বিএএম অনুষদের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

ওয়ার্কশপ শেষে একটি এসেসমেন্ট পরীক্ষা নেওয়া হয়। উক্ত পরীক্ষায় পবিপ্রবি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে মেধা তালিকায় অবস্থান পায় ও পরে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

Bootstrap Image Preview