Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টাইটানিক জাহাজের রহস্যময় আয়না এবার নিলামে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৮:১৩ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৮:১৩ PM

bdmorning Image Preview


টাইটেনিক। বিশ্বের অন্যতম আলোচিত জাহাজ। ১৯১২ সালের ১৪ এপ্রিল মাঝ সমুদ্রে হিমশৈলের চূড়ায় ধাক্কা খেয়ে ডুবে যায় জাহাজটি। অ্যাটলান্টিক সাগরের তলদেশে ডুবে যায় হাজারও স্বপ্ন।

তবে জাহাজটী হারালেও অক্ষত আছে জাহাজটির একটি রহস্যময় আয়না। পৃথিবীর ইতিহাসে সেই কালোদিনের ১১০ বছর পর নিলামে উঠছে জাহাজটির এক নাবিকের রহস্যময় আয়না।

জানা যায়, আয়নার মালিকের নাম এডওয়ার্ড জন স্মিথ। টাইটানিক জাহাজের অন্যতম নাবিক। এই আয়নাকে ঘিরেই শোরগোল পড়ে গেছে গোটা বিশ্বে।

আন্তর্জাতিক গণমাধ্যম এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নিলামে উঠতে চলেছে টাইটানিকের নাবিক এডওয়ার্ড জন স্মিথের ব্যবহৃত আয়না। এই আয়নার নিলামে বিপুল দাম উঠবে বলে ধারণা করা হচ্ছে। তবে এর কারণ সম্পূর্ণ ভিন্ন। আয়নাটি বর্তমান ব্যবহারকারীদের দাবি, মাঝেমধ্যেই আয়নায় মালিকের মুখ ভেসে ওঠে। সেটিই আয়নাটির আগ্রহের প্রধান কারণ।

টাইটানিকের ঘটনা সবার জানা থাকলেও অনেকেই জানে না এডওয়ার্ড জন স্মিথ নামক এই নাবিকের কথা। নিলামের সূত্র ধরে এখন যখন তার নাম বাতাসে ভেসে বেড়াচ্ছে।

নিলামকারী সংস্থা জানিয়েছে, আয়নাটির ন্যূনতম দর হাঁকা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ টাকা। কারণ টাইটানিক নিয়ে আজও মানুষের উৎসাহের শেষ নেই। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নিলাম হবে এটির।

Bootstrap Image Preview