Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হামাসকে বলপ্রয়োগ করে ধ্বংস করা যাবে না: লিবারম্যান

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০১:১১ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০১:১১ PM

bdmorning Image Preview


সম্প্রতি গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস’সহ অন্যান্য প্রতিরোধ সংগঠনের পাল্টা হামলার জের ধরে পদত্যাগ করেন লিবারম্যান। ইহুদিবাদী ইসরাইলের পদত্যাগকারী যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান বলেছেন, হামলা চালিয়ে বা বলপ্রয়োগ করে গাজা নিয়ন্ত্রণকারী হামাসকে ধ্বংস করা যাবে না।

যুদ্ধের মাধ্যমে হামাসকে ধ্বংস করা যাবে না বলেই তেল আবিব ভিন্ন উপায়ে হামাসকে ধ্বংসের পরিকল্পনা হাতে নিয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।

লিবারম্যান বলেন, গাজা উপত্যকার ওপর আরোপিত অবরোধ শিথিল করার পর সেখানকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে এই প্রক্রিয়া থেকে হামাসকে বাদ দিতে চেয়েছিল তার মন্ত্রণালয়। তবে তার মন্ত্রণালয়ের এ পরিকল্পনা ইসরাইলের অন্যান্য কর্মকর্তা মেনে নিতে চাননি।

গাজা থেকে প্রতিরোধ যোদ্ধাদের ইসরাইল অভিমুখী ক্ষেপণাস্ত্র বৃষ্টির মুখে গত ১৪ নভেম্বর ইহুদিবাদী ইসরাইল যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়। এ ঘটনাকে হামাসের সামনে আত্মসমর্পণ হিসেবে অভিহিত করে লিবারম্যান যুদ্ধমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।

Bootstrap Image Preview