Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের অমৃতসরে ধর্মীয় অনুষ্ঠানে গ্রেনেড হামলা; নিহত ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৯:১১ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০৯:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে একটি ধর্মীয় অনুষ্ঠানে গ্রেনেড হামলা করা হয়েছে। এতে ৩ জনের প্রাণহানি ঘটেছে; গুরুতর আহত হয়েছে আরো ১০ জন। আজ রবিবার দুপুরে নিরাঙ্কারি সম্প্রদায়ের এক অনুষ্ঠানে এ হামলা চালানো হয়।

জানা গেছে,  আজ দুপুরে মোটরসাইকেলে করে এসে হামলা চালায় অজ্ঞাত হামলাকারীরা। 

পুলিশ বলছে, এই ঘটনায় ৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। এটা জঙ্গী হামলা বলে ধারণা করছে পূলিশ।

বিস্ফোরণের পর হুড়োহুড়িতে পড়ে গিয়ে বেশিরভাগ মানুষ আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য। আততায়ীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভির ফুটেজ।

অমৃতসর পুলিশের উপকমিশনার কুলদীপ সিংহ জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। রোববার দুপুরে দুটি মোটরবাইক এসে নিরঙ্করি ভবনের সামনে দাঁড়ায়। এরপরই বিস্ফোরণ ঘটে।

সূত্র জানায়, কয়েকদিন আগেই গোয়েন্দারা পাঞ্জাবে সতর্কতা জারি করেছিল। সম্প্রতি পাঞ্জাবের অমৃতসরে চার-পাঁচজন সঙ্গীসহ আল-কায়েদা কমান্ডার জাকির মুসা ঘোরাফেরা করেছিল বলে জানা যায়। যার পরিপ্রেক্ষিতে ভারতীয় গোয়েন্দারা মুসাসহ অন্যান্য জঙ্গিদের খোঁজাখুঁজিও শুরু করেন। এমনকি তাদের ছবি দিয়ে পাঞ্জাবের বিভিন্ন স্থানে পোস্টারও লাগানো হয়।

Bootstrap Image Preview