Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাংবাদিককে হামলার প্রতিবাদে বেরোবিসাসের মানববন্ধন

বেরোবি প্রতিনিধি:
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৬:২৮ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০৬:২৮ PM

bdmorning Image Preview


ইভটিজিং-এর প্রতিবাদ করায় বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির(বেরোবিসাস) কার্যনির্বাহী সদস্য ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি রাব্বী হাসান সবুজের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি।

আজ রবিবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু কালাম মোহাম্মদ ফরিদ উল ইসলামের অপসারণ ও অভিযুক্তদের গ্রেফতারের জন্য ৪৮ ঘন্টার সময় বেধে দেয়া হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এইচ.এম নুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোবাশে^র আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তরের রংপুর ব্যুরো চিফ মাহবুবুর রহমান, রংপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি একুশে টিভি ও দৈনিক সংবাদের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল, সময় টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক রতন সরকার, চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি আনজারুল ইসলাম জুয়েল, নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি প্রিন্স প্রমুখ।

মানবন্ধনে একুশে টেলিভিশনের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল বলেন, ইভটিজিং এর প্রতিবাদ করায় সাংবাদিককে মারধর করা নজিরবিহীন ঘটনা। ঘটনার দুইদিন পার হয়ে গেলেও বিশ^বিদ্যালয় প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি যা সত্যিই দুঃখজনক। ৪৮ ঘন্টার মধ্যে যদি দোষীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হয় তাহলে রংপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ ঐক্যবদ্ধভাবে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রক্টোরিয়াল বডি থাকতে কিভাবে একজন সাংবাদিক মারধরের শিকার হন তা বোধগম্য নয়। ঘটনার পর এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। এ ঘটনার ব্যর্থতার দায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অপসারণ করা উচিত। তিনি আরও বলেন, ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে আগামী মঙ্গলবার রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি পেশ করা হবে।   

দৈনিক যুগান্তরের রংপুর ব্যুরো চীফ মাহবুবুর রহমান হাবু বলেন, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাংবাদিককে মারধর করা দু:খজনক। এ ঘটনায় ছাত্রলীগের নাম জড়িয়েছে। ছাত্রলীগকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। হামলাকারীরা ছাত্রলীগের কর্মী হলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর যদি হামলাকারীরা ছাত্রলীগের কেউ না হয় তাহলে ছাত্রলীগেরও উচিত দোষীদের বিরুদ্ধে সোচ্চার হওয়া।   

সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক রতন সরকার বলেন, পুলিশের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি উদ্বেগজনক। পুলিশের উচিত বিষয়টির সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় অঙ্গনে ইভটিজিংয়ের ঘটনা মেনে নেয়ার মত নয়। ইভটিজিং ও সাংবাদিকের উপর হামলার ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার।

Bootstrap Image Preview