Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহত সংখ্যা বেড়ে ৬৩, নিখোঁজ ৬৬৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮, ০১:৪৮ PM
আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ০১:৪৮ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভয়াবহ দাবানলে পুড়ে ক্যালিফোর্নিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে। এখনও ৬৬৩জন নিখোঁজ আছেন বলে জানিয়েছে বিবিসি।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও ৬৩১ জন মানুষ নিখোঁজ রয়েছে। নিখোঁজদের নতুন এ সংখ্যা গত বৃহস্পতিবারের হিসাবের তুলনায় দ্বিগুণ। ঘণ্টায় ৫৬ কিলোমিটার বেগে আগুন অগ্রসর হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে,ঝড়ো বাতাসে উপকূলীয় এলাকাগুলোতে আগুন ছড়িয়ে পড়তে পারে।

আটদিন আগে শুরু হওয়া ক্যাম্প ফায়ারের দাবানল ইতিমধ্যে ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও ধ্বংসাত্মক দাবানলে পরিণত হয়েছে।  

দাবানলের কারণে পাহাড়ি এলাকা প্যারাডাইজে পুড়ে গেছে ১২ হাজার ঘরবাড়ি,ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা। আগুন নেভাতে কাজ করছে প্রায় নয় হাজার ৪০০ দমকলকর্মী। ক্যালিফোর্নিয়ার দমকলবিভাগের দাবি, তারা এরইমধ্যে ৪০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

পরিস্থিতি পর্যবেক্ষণে আগামীকাল শনিবার ক্যালিফোর্নিয়া সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন তিনি।

Bootstrap Image Preview