Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মন্ত্রীর পদত্যাগ ফিলিস্তিনিদের রাজনৈতিক বিজয়: হামাস

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০১:৩১ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০১:৩১ PM

bdmorning Image Preview


ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী আভিগডোর লিবারম্যানের পদত্যাগকে রাজনৈতিক বিজয় হিসেবে দেখছে ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলন হামাস। এটি তারা পরাজয় মেনে নেয়ার ইঙ্গিত ও ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখোমুখি হওয়ার ব্যর্থতা হিসেবে দেখছেন সংগঠনটির মুখপাত্র সামি আবু জুহরি।

তিনি বলেন, ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অবিচল প্রতিরোধ ইসরাইলের মধ্যে দিয়ে একটি রাজনৈতিক অভ্যাঘাত বয়ে গেছে। মিসরের মধ্যস্থতায় গাজার সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে অস্ত্রবিরতির প্রতিবাদে তিনি পদত্যাগ করছেন।

গত দুই বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ সংঘাতে অবৈধ রাষ্ট্র ইসরাইলের দুই সেনা ও ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। লিবারম্যান হামাসের বিরুদ্ধে আরও চূড়ান্ত হামলার আহ্বান জানিয়েছিল।

মঙ্গলবার হামাস এ অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। গাজায় ইসরাইলের গোপন অভিযানের পর ইহুদি রাষ্ট্রটির অব্যাহত বিমান হামলা থামাতেই তারা এ অস্ত্রবিরতিতে সম্মত হয়। ফিলিস্তিনিরা রকেট ছুড়ে ইসরাইলি হামলার জবাব দিচ্ছিলেন।কিন্তু তা না হয়ে অস্ত্রবিরতি হওয়ায় প্রতিবাদে তিনি পদত্যাগ করেন।লিবারম্যানের পদত্যাগে নেতানিয়াহুর ক্ষমতাসীন সরকারকে আরও দুর্বল করে তুলবে। এতে দেশটিকে আগামী নির্বাচনের দিকে টেনে নিয়ে যেতে পারে।

Bootstrap Image Preview