Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দাবায় সম্প্রীতি!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ১১:২৫ AM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ১১:২৫ AM

bdmorning Image Preview


হলভর্তি মানুষ। দাবার বোর্ডে সৈন্য-সামন্ত নিয়ে একে অন্যকে আক্রমণে ব্যস্ত তাঁরা। বুদ্ধির ক্ষিপ্রতায় প্রতিপক্ষকে ঘায়েল করার এই খেলাই জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে দিয়েছে। প্রায় ৯০ জন দাবাড়ু এতে অংশ নেন। অংশগ্রহণকারী দাবাড়ুদের মধ্যে ছিলেন ১ জন গ্র্যান্ড মাস্টার, ১ জন ইন্টারন্যাশনাল মাস্টার এবং ৫ জন ফিডে মাস্টার।

রোববার ব্রিটিশ-বাংলা চেস অ্যাসোসিয়েশন (বিবিসিএ) আয়োজিত দাবা প্রতিযোগিতায় দুটি বিভাগে অনুষ্ঠিত হয় এবারের টুর্নামেন্ট। শক্তিশালী খেলোয়াড়েরা অংশ নিয়েছেন ‘ওপেন সেকশনে’। আর অনূর্ধ্ব ফিডে ১৮০০ রেটিং-এর খেলোয়াড়েরা ‘মেজর’ সেকশনে অংশ নেন।

পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় দাবার এমন বিশাল প্রতিযোগিতা। বার্মিংহাম, অক্সফোর্ডসহ যুক্তরাজ্যের বিভিন্ন দূরদূরান্তের শহর থেকে এসেছেন অনেকে। অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিলেন শ্বেতাঙ্গ।

দিনব্যাপী এই আয়োজনে সুইস পদ্ধতিতে মোট ছয় রাউন্ড খেলা অনুষ্ঠিত হয়। উচ্চতর বিভাগে (ওপেন সেকশন) ছয় পয়েন্টের মধ্যে সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ইন্টারন্যাশনাল মাস্টার জাপোইস্কি আনতানাস। পাঁচ পয়েন্ট পেয়ে যৌথভাবে রানার আপ হয়েছেন গ্র্যান্ড মাস্টার বোগদান লালীচ এবং বিবিসিএর সদস্য ফিডে মাস্টার জভিকা রাদোভানোভিচ।

যুক্তরাজ্যে বসবাসরত দাবাপ্রেমী বাংলাদেশিদের সংগঠন ‘ব্রিটিশ-বাংলা চেস অ্যাসোসিয়েশন’ তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করে। ‘বিবিসিএ ফিডে র‍্যাপিড প্লে ২০১৮’ শীর্ষক এই প্রতিযোগিতা আন্তর্জাতিক মানের এবং খেলোয়াড়দের স্কোর জাতীয় ও আন্তর্জাতিক র‍্যাঙ্কিং নির্ধারণে বিবেচিত হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে অতিথি ছিলেন রেডব্রিজ কাউন্সিলের ডেপুটি হুইপ কাউন্সিলর সৈয়দা সায়মা আহমেদ, ক্যাপিট্যাল কিডস ক্রিকেটের প্রধান নির্বাহী ও লন্ডন টাইগার্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান শহীদুল ইসলাম রতন, মুক্তিযোদ্ধা লোকমান হোসেইন, সাপ্তাহিক পত্রিকার সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী প্রমুখ।

Bootstrap Image Preview