Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সকালের শুরুতেই টাইগারদের ৪ উইকেট শেষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ১০:৫২ AM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ১০:৫২ AM

bdmorning Image Preview


মিরপুর টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসের ২১৮ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং করতে নেমে চতুর্থ দিনের সকালের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ৩৫ রান।  তাতে  বাংলাদেশের লিড ২৫৩ রান।
দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ইমরুলঃ প্রথম ইনিংসে শূণ্য করার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ  ইমরুল কায়েস। এই দিন ১২ বল খেলে করেন মাত্র ৪ রান করে জার্ভিসের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান সাজ ঘরে।

ইমরুলের পথে লিটনঃ দ্বিতীয় ইনিংসেও নিজের নামের মর্যাদা রাখতে পারেননি লিটন দাস। ইমরুলের বিদায়ের ওভারে তিনিও বোল্ড আউট হন।এই ইনিংসে লিটন করেন মাত্র ৬ রান। দুই ইনিংসে তার রান সংখ্যা ১৫। যা টেস্ট ক্রিকেটে এক জন ওপেনার ব্যাটসম্যানের জন্য বড়ই বেমানান।

ট্রিপানোর বলে ক্যাচ আউট মমিনুলঃ প্রথম ইনিংসে রানের বন্য বওয়ানো মুমিনুল দ্বিতীয় ইনিংসে ফিরলেন মাত্র ১ রান করে। মুমিনুলের বিদায়ের পর টাইগারদের তখন দ্বিতীয় ইনিংসের স্কোর ১০ রানে ৩ উইকেট। যা সত্যিই হতাশাজনক ছিলো।
পারলেন না মুশফিকওঃ পরপর তিন উইকেট হারানোর পর মিথুনকে নতুন করে জুটি গড়ার লক্ষে ব্যাটিং করতে থাকেন প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা মুশফিক। কিন্তু অপয়া  এই সকালে তিনিও ব্যর্থ হলেন মাত্র ৭ রান করে  ট্রিপানোর বলে ক্যাচ আউটের ফাঁদে পড়েন।

Bootstrap Image Preview