Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনের মাধ্যমে জনগণের পাশে দাঁড়াতে চাইঃ শমী কায়সার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০২:৪৫ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০২:৪৫ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাশীল দলের হয়ে চলচ্চিত্র, সঙ্গীত ও ক্রীড়া অঙ্গনের অনেকেই মনোনয়নপত্র কিনছেন। এবার সেই খাতায় নাম লেখালেন বাংলাদেশের খ্যাতিমান অভিনেত্রী, প্রযোজক ও নির্মাতা শমী কায়সার। গত রবিবার (১১ নভেম্বর) আওয়ামীলীগ এর হয়ে ফেনী-৩ আসনের জন্য মনোনয়নপত্র কিনছেন শহীদ বুদ্ধিজীবী শহিদুল্লাহ কায়সার ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের এই মেয়ে।

এ প্রসঙ্গে শমী কায়সার বলেন, ‘আমার মা ছিলেন সাবেক সংসদ সদস্য, বাবা ছিলেন বুদ্ধিজীবী। তারা দেশকে যেভাবে ভালোবাসা দিয়েছেন আমি হয়তো তা দিতে পারব না। তবে সামান্য কিছু উপলদ্ধি করে নির্বাচনের মাধ্যমে জনগণের পাশে দাঁড়াতে চাই। এসব বিষয় চিন্তা করে নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন কিনেছি।’

এদিকে একই আসনের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। রুপালী জগতের এই দুই তারকার মধ্যে মনোনয়ন শেষ পর্যন্ত কে পাবে তা যে সাধারণের মনে বাড়তি উত্তেজনার সৃষ্টি করেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, ২০০১ সালের পর থেকে ২০০৭-০৮ পর্যন্ত দেশে মিডিয়ায় অস্থির ও প্রতিকূল অবস্থা বিরাজ করেছিল। এ কারণে অভিনয় থেকে সরে দাঁড়িয়েছেন গুণী এই অভিনেত্রী। বর্তমানে শমী কায়সার ব্যবসায়ীক সংগঠন এফবিসিআইর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Bootstrap Image Preview