Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইবি'র 'এ' ইউনিটের ফল প্রকাশ 

আহসান নাঈম, ইবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০১:১৯ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০১:২০ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় ধর্মতত্ত্ব অনুষদভুক্ত 'এ' ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে 'এ' ইউনিটের সমন্বয়ক প্রফেসর ড. আ.ফ.ম আকবর হোসাইন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে ফলাফল হস্তান্তর করেন। এতে শতকরা পাসের হার ৩১.৪৫শতাংশ।

এবছর 'এ' ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে মোট পরীক্ষার্থীর ছিল ১ হাজার ৯ শত ৯৭ জন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ছিল ১ হাজার ৭ শত ৭ জন। এর মধ্যে পাশ করে ৫ শত ৩৭ জন এবং শতকরা পাসের হার ৩১.৪৫শতাংশ। 

ফলাফল হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, প্রফেসর ড. মো: লোকমান হোসেন, প্রফেসর ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান ও প্রফেসর ড. মুহাম্মদ আশরাফুল আলম প্রমুখ। 

উল্লেখ্য, ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

 

Bootstrap Image Preview