Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে একটি বিদ্যালয়ের শতভাগ জেএসসি পরীক্ষার্থী অনুপস্থিত 

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ১০:০৭ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ১০:০৭ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনটে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) একটি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী অনুপস্থিত থাকায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। এ ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী শাপা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে।

সোমবার (১২ নভেম্বর) দুপুরে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আলহাজ্ব মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 
 
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, খাদুলী শাপা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ১৯৯৯ সালে স্থাপিত হয়েছে। ওই বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষার জন্য ১৭ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এদিকে দেশের অন্যান্য স্থানের ন্যায় ১ নভেম্বর থেকে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা শুরু হয়েছে। ওই কেন্দ্রে খাদুলী শাপা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১৭ জন পরীক্ষার্থীর অংশ গ্রহণের কথা ছিল। কিন্ত শুরু থেকেই ওই বিদ্যালয়ের ১৭ জন পরীক্ষার্থীর কেউই পরীক্ষায় অংশ গ্রহণ করে নি।

উপজেলার খাদুলী শাপা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ রাজ্জাক বলেন, চলতি জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য ১৭ জন শিক্ষার্থী ফরম ফিলাপ করেছিল। কিন্তু দারিদ্র্যতা ও বাল্যবিয়ের কারণে পরীক্ষায় অংশ নেওয়ার আগেই শিক্ষাজীবন থেকে ঝরে পড়েছে ১৭জন শিক্ষার্থী। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দেওয়া কারণ  দর্শানোর নোটিশের জবাব দেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ বলেন, জেএসসি পরীক্ষায় ওই বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী অনুপস্থিতির কারণ জানতে চেয়ে ১ নভেম্বর সাত দিনের সময় দিয়ে প্রধান শিক্ষককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু প্রধান শিক্ষক নির্ধারিত সময়ের মধ্যে কোন প্রকার জবাব দাখিল করে নি। এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।  


 

Bootstrap Image Preview