Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাবির ফেব্রিকেশন ল্যাব বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপার সম্ভাবনাময়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৮:৩৭ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৯:২৬ PM

bdmorning Image Preview


মোঃ আরিফুল ইসলাম, ঢাবি প্রতিনিধি:

ঢাবির তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ফেব্রিকেশন ল্যাব বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য অপার সম্ভাবনাময়।

শনিবার (১০ নভেম্বর)  ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট ভবনে ‘ফেব ল্যাব ঢাবি’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ফেব ফেস্ট-২০১৮’।

উক্ত অনুষ্ঠানের উদ্বোধনীয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ড. গৌরাঙ্গ চন্দ্র মহান্ত এনডিসি, পিডি হেকেপ, মি. ডেভিড মেয়নাড, ডিরেক্টর, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ, ড. অরবিন্দ চিনচুরে, আইপি কনসালট্যান্ট, হেকেপ। 

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতার অংশ হিসেবে ছিলো প্রোজেক্ট শোকেসিং এবং আইডিয়া কন্টেস্ট। উক্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেব্রিকেশন ল্যাবের উপ-প্রকল্প পরিচালক অধ্যাপক ড. শফিউল আলম বলেন, ইউনিভার্সিটি অব ঢাকা ফর ইনোভেশন এন্ড ইনভেশন শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে ফেব ল্যাব প্রতিষ্ঠিত হয়, যা গত ১৮-১২-২০১৭ ইং তারিখে মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য, বিশ্ব ব্যাংকের বাংলাদেশের প্রতিনিধি এবং এইচইকিউইপির কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্বোধন করা হয়।

তিনি আরও বলেন, যেকোন ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক দ্রব্য তৈরির জন্য প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরি আবশ্যক এবং আমাদের দেশে মানসম্পন্ন পিসিবির চাহিদার বিপরীতে উন্নত যন্ত্রপাতি ও দক্ষ কর্মীসহ প্রতিষ্ঠানের অপ্রতুলতার কথা বিবেচনা করে সম্পূর্ণ পিসিবি তৈরির জন্য উন্নত যন্ত্রপাতি দিয়ে সুসজ্জিত একটি ল্যাব স্থাপন করা হয়েছে।

আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ইতিমধ্যে কিছু কিছু দেশীয় ক্ষুদ্র ও মাঝারী ইলেক্ট্রনিক্স প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেব ল্যাব পিসিবি তৈরি করে সরবরাহ করেছে।

তিনি আরও বলেন, ফেব ল্যাব প্রতিষ্ঠার শুরু থেকেই বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান, কম্পিউটার নিয়ন্ত্রিত লেজার কাটার, থ্রিডি প্রিন্টার, সিএনসি মিলিং মেশিন, পিসিবি ডিজাইন, যুগোপযোগী রোবোটিক্স, এমবেডেড সিস্টেম, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স এর উপর স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে আসছে। অত্যন্ত স্বল্প খরচে পরিচালিত এসব ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে ইইই বিভাগসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ছাত্র-ছাত্রীদের ডিজিটাল ফেব্রিকেশন এর বিভিন্ন কলাকৌশল যেমন, থ্রিডি মডেলিং ও রোবোটিক্সের উপর দক্ষ করে তোলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

উপরন্তু ফেব ল্যাব এবং এর সুবিধাসমূহ সম্পর্কে অবহিত করা ও ইলেক্ট্রনিক্স বিষয়ে আগ্রহী করার লক্ষ্যে ফেব ল্যাব পরিচালনার সাথে যুক্ত ফেব ল্যাব পরিচালনার সদস্য ও প্রশিক্ষিত ভলেন্টেয়ার টিম বিভিন্ন স্কুলে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে। ফেব ল্যাব এর কার্যপরিধি বিস্তৃতের লক্ষ্যে দেশী-বিদেশী স্বনামধন্য শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে সহযোগীতা বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এলক্ষ্যে সিঙ্গাপুর ও জাপানে ফেব ল্যাব এর প্রতিনিধিদের ট্রেনিং এবং ফেব ল্যাব সহ অন্যান্য গবেষণা ল্যাবের পরিদর্শন সুসম্পন্ন হয়েছে।

তিনি বলেন, দেশীয় সমস্যার দেশেই সমাধান এই মূলমন্ত্র ধারণ করে অত্যাধুনিক কিন্তু সহজলভ্য প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশীয় সমস্যা সমাধানের লক্ষ্যে ফেব ল্যাব বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করে এবং তা সুসম্পন্ন করে।

এর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ ১। খাদ্যে ক্ষতিকর মাত্রায় ফর্মালিনের উপস্থিতি সনাক্তকরণের ইলেকট্রনিক ডিজাইন উদ্ভাবন, ২। স্বল্প খরচে কৃত্রিম হাত তৈরি, ৩। রোবট তৈরি, ৪। কৃত্রিম উপগ্রহের নিয়ন্ত্রণ কেন্দ্র, ৫। মাল্টিপারপাস ড্রোন তৈরি, ৬। বায়োমেট্রিক এটেন্ডেন্স সিস্টেম ইত্যাদি।

এছাড়াও ইইই, মেকাট্রনিক্স ও রোবোটিক্স, বায়োমেডিকেল ফিজিক্স ও টেকনোলজি বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র-ছাত্রীরা প্রজেক্ট, থিসিস এবং পিএইচডি গবেষণার জন্য এই ল্যাব ও ল্যাবের যন্ত্রপাতি ব্যবহার করছে। অত্যাধুনিক কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রপাতি, কম্পিউটার সার্বক্ষনিক ওয়াইফাই, প্রিন্টিং, ডিজিটাল ফেব্রিকেশন ও সার্কিট, মাইক্রোকন্ট্রোলার এবং এমবেডেড সিস্টেম তৈরির সব ধরনের যন্ত্রাংশ ও সরঞ্জামাদি থাকায়, এই বিভাগ সহ অন্যান্য অনেক বিভাগের ছাত্র-ছাত্রীদের মাধ্যে ফেব ল্যাব অত্যন্ত আকর্ষনীয় এবং ডিমান্ডিং গবেষণা এবং প্রজেক্ট কিংবা আইডিয়া ডেভেলপমেন্ট ও ইমপ্ল্যান্টেশন এর কাজের ক্ষেত্র হিসেবে গণ্য হচ্ছে।

অত্যাধুনিক কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রপাতি দিয়ে সুসজ্জিত এবং পিসিবি তৈরির অত্যাধুনিক যন্ত্রপাতি এবং সুযোগ সুবিধা সম্পন্ন ফেব ল্যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথা এদেশে অদ্বিতীয়। ডিজিটাল ফেব্রিকেশন এবং যে কোন কিছুর প্রোটোটাইপ তৈরির অত্যাধুনিক যন্ত্রপাতি ও সুযোগ সুবিধা সমৃদ্ধ এই ল্যাবের গুরুত্ব অপরিসীম। বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য অপার সম্ভাবনাময় এই ল্যাবের বর্তমান কার্যক্রম সচল রাখা এবং ছাত্র-ছাত্রীদের চাহিদা অনুযায়ী যন্ত্রপাতি ও সুযোগ সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনা ইউজিসি সক্রিয়ভাবে বিবেচনা করছে।’ 

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সিনিয়র অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য বর্তমান সময়ের বিভিন্ন প্রযুক্তিগত সীমাবদ্ধতাগুলোকে উত্তোরণের বিভিন্ন সফটওয়্যার ভিত্তিক সমাধানের উপর আলোচনা করেন। 
সমাপনি অনুষ্ঠানের প্রধান অতিথি ইউজিসির সদস্য অধ্যাপক ড. ইউসুফ আলী মোল্লা ফেব ফেস্টিভলের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিজয়ীদের মাঝে তিনি পুরষ্কার তুলে দেন। 
 

Bootstrap Image Preview