Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে দশম জাতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৮:০৬ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৮:০৬ PM

bdmorning Image Preview


রাবি প্রতিনিধি:

রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দশম জাতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ নভেবমর) দিনব্যাপী এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ।

এ সময় অন্যান্যের মধ্যে অলিম্পিয়াডের রাজশাহী অঞ্চলের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক এম জুলফিকার আলী, সদস্য-সচিব অধ্যাপক মনিরুল আলম সরকার, গণিতবিদ অধ্যাপক সুব্রত মজুমদার, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই অলিম্পিয়াডে গণিত বিভাগের শিক্ষার্থী পলাশ ইসলাম ও ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম যৌথভাবে প্রথম হন এবং গণিত বিভাগের মিজানুর রহমান দ্বিতীয় স্থান লাভ করেন।

Bootstrap Image Preview