Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেঁচে আছেন খাশোগি: দুবাই পুলিশ প্রধান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৭:৪৪ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৭:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদি রাজপরিবারের সমালোচক ও সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ঘিরে বিশ্বজুড়ে যখন তুলকালাম চলছে ঠিক সেই সময় বোমা ফাটালেন সৌদি আরবের অন্যতম মিত্র সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশের সাবেক প্রধান। তিনি বলেছেন, সৌদি সাংবাদিক জামাল খাশোগি এখনও বেঁচে থাকতে পারেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় দুবাই পুলিশের সাবেক প্রধান দাহি খালফান বলেছেন, এখন পর্যন্ত তার মরদেহ খুঁজে পাওয়া যায়নি, তার ডিএনএ’ও পাওয়া যায়নি এবং তার পরিবারের সদস্যরা শেষকৃত্যও আয়োজন করতে পারেননি। এতে মনে হচ্ছে যে, খাশোগি বেঁচে আছেন।

বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র সংগ্রহের জন্য গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত সৌদি কনস্যুলেটে যান সাংবাদিক জামাল খাশোগি। সেখান থেকে আর বেরিয়ে না আসায় সন্দেহ দানা বাঁধতে থাকে যে, কনস্যুলেটে খুন হয়েছেন সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা এই সাংবাদিক।

মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট খাশোগি এক সময় রাজপরিবারের উপদেষ্টা ছিলেন। পরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার সমালোচনা করায় দেশ ছাড়তে বাধ্য হন তিনি।

সৌদি আরব খাশোগিকে হত্যার অভিযোগ প্রতিনিয়ত অস্বীকার করে আসছে। তবে ১৭ দিন পর গত ১৯ অক্টোবর বৈশ্বিক চাপ ও সমালোচনার মুখে সৌদি সরকারের এক বিবৃতিতে খাশোগি কনস্যুলেটে মারামারিতে মারা গেছেন বলে স্বীকার করা হয়। তবে তার এই খুন হওয়া নিয়ে প্রতিনিয়ত বিপরীতমুখী তথ্য দিয়েছে সৌদি।

তুরস্ক বলছে, সৌদি ওই সাংবাদিককে কনস্যুলেট ভবনেই হত্যা করা হয়েছে। আর এই হত্যাকাণ্ডে অংশ নেয়ার জন্য সৌদি থেকে তুরস্কে উড়ে এসেছিল ১৫ সদস্যের বিশেষ কিলিং স্কোয়াড।

Bootstrap Image Preview