Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাককানইবিতে ভর্তি পরীক্ষা শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৫:২৪ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৫:২৪ PM

bdmorning Image Preview


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 'AL' ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

রবিবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। কলা অনুষদের অন্তর্ভুক্ত এই ইউনিটে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ ও দর্শন বিভাগ নিয়ে মোট ৩টি বিভাগ রয়েছে।

ইউনিটটিতে ১৫৫টি আসনের বিপরীতে আবেদন জমা পরেছিল ৪৪০০টি এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৫৮৬ জন যা মোট আবেদনকারীর সংখ্যার ৮২ ভাগ।

কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর উজ্জ্বল কুমার প্রধান।

সিলেট থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী মোঃ রবিন বলেন, বাইরে যেমনটা শুনে এসেছিলাম এখানে ভর্তি পরীক্ষায় অনিয়ম হয় তা আজকের পরীক্ষায় আমি পাইনি। তবে এডমিট সংগ্রহে বেশ সমস্যায় পরেছিলাম। আমি আরো দু'টি ইউনিটে পরীক্ষা দিব। আশা করি একইভাবে সেগুলো ভালো হবে।

ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান পরীক্ষার হল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত), তিন অনুষদের ডীন, শিক্ষক সমিতির সভাপতি, পরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ কর্মকর্তা।

Bootstrap Image Preview