Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'বাউল তরী' পদক পেলেন নাঈমুল রাজ্জাক

মামুনুর রশিদ রাজিব, ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৪:১৯ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৪:১৯ PM

bdmorning Image Preview


সম্প্রতি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গিত এবং নৃত্য কলা মিলনায়তনে আয়োজিত বাউল তরী পদক ২০১৮ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে 'তরুন কবি’ বিভাগে বাউল তরী পদক লাভ করেন তরুণ কবি নাঈমুল রাজ্জাক।

স্টামফোর্ড থেকে আইনে অনার্স শেষ করে মাস্টার্সে অধ্যায়নরত নাঈমুল রাজ্জাক একজন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি গল্প লেখার পাশাপাশি ঢাকা জজকোর্টে প্রাক্টিস আইনজীবী হিসেবে কাজক রছেন। এছাড়া তিনি কাজ করেছেন দৈনিক সমকাল পত্রিকার আলোকচিত্র শিল্পী হিসেবে, পরিচালনা করেছেন স্বল্প দৈর্ঘ চলচিত্র নির্মাণের। যুক্ত আছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের   সাহিত্য ফোরামের সাথে।

এখন পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ছয়টি। তার মধ্যে উল্লেখযোগ্য গল্পদ্য প্রথম সংকলন, গল্পদ্য দ্বিতীয় সংকলন, গল্পের আসর এবং কাব্য গ্রন্থ ‘কাব্যশৃঙ্গ’ অন্যতম।  এছাড়া আগামী  একুশে বই মেলা ২০১৯এ আসছে আরো দুটি বই। একক কাব্যগ্রন্থ ‘নিভৃতে গোরব’পার্ল পাবলিকেশনস এবং  ছোট গল্পের বই ‘উপাখ্যানে সমাপন’ টুম্পা প্রকাশনী হতে।

এমন একটা পদক পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “ এই পদক আমার কাজের ধারাকে আরো তরান্বিত করবে। তাছাড়া, কাজের বিনিময়ে এমন পদক পাওয়া মানে লেখার গুনগত মানের প্রতি স্বচ্ছ ধারনার সৃষ্টি হওয়া। এমন একটি পদকে ভূষিত হয়ে খুবই ভাল লাগছে। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কন্ঠশিল্পী ফাহমিদা নবী, কুমার বিশ্বজিত, কবি কাজি রোজী  এমপি সংরক্ষিত  মহিলা আসন, জনাব ছবি বিশ্বাস এমপি নেত্রকোনা-১ আসন, শহিদুল আলম , যুগ্ম-সচিব জনপ্রশাসন মন্ত্রনালয় সহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, বাউল তরীর প্রতিষ্ঠাটা সভাপতি শেখ মফিজুর রহমান।

Bootstrap Image Preview