Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জর্ডানে হঠাৎ বন্যায় নিহত ১২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ১০:১৩ AM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ১০:১৩ AM

bdmorning Image Preview


জর্ডানের ঐতিহ্যবাহী নগরী পেত্রায় আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। নগরী থেকে প্রায় চার হাজার পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। নগরীর মাডাবা এলাকায় এখনও পাঁচজন নিখোঁজ রয়েছে। হেলিকপ্টারে করে তাদের অনুসন্ধান অভিযান চলছে।

মাত্র দুই সপ্তাহ আগে বন্দর নগরী আকাবায় আকস্মিক বন্যায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ভেসে গিয়ে ‘ডেড সি’ তে ডুবে ১৮ শিশুসহ ২১ জন প্রাণ হারায়। বন্যার কারণে রাজধানীর সঙ্গে দক্ষিণ অঞ্চলের সংযোগকারী একটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, পেত্রায় কোথাও কোথাও বন্যার পানি ১৩ ফুট উঁচুতে উঠছে। শনিবার সেখানে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় এলাকাবাসীদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। গত কয়েক সপ্তাহ ধরে জর্ডানে ভারী বৃষ্টি হচ্ছে।

Bootstrap Image Preview