Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যবিপ্রবিতে আর্ন্তজাতিক এ্যাকাউন্টিং 'ডে' পালিত 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ১০:০৫ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ১০:০৫ PM

bdmorning Image Preview


যবিপ্রবিপ্রতিনিধিঃ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) একাউন্টিং এন্ড ইনফর্মেশন সিস্টেম এ.আই.এস ক্লাবের পক্ষ থেকে আন্তর্জাতিক এ্যাকাউন্টিং 'ডে' পালন করা হয়।

শনিবার (১০ নভেম্বর ) বিভাগীয় চেয়ারম্যান ড. মো.মেহেদী হাসানের সভাপতিত্তে এ অনুষ্ঠান পালিত হয়।

এ্যাকাউন্টিংয়ের ডের অংশ হিসেবে বেলা ১টায় র‌্যালি আয়োজন করা হয়, উক্ত র‌্যালিযবিপ্রবির লাইব্রেরি ভবন থেকে শুরু হয়ে মেইন গেইটের সামনে দিয়ে পরিক্রমন করে অদম্য-৭১ এসে অবস্থান করে। র‌্যালি শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মধ্যাহ্নভোজ শেষে মূল অনুষ্ঠানের সূচনা ঘটে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যবিপ্রবির ব্যাবসায় অনুষদের ডীন ড. মো: জিয়াউল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. মো: জাহাঙ্গীর আলম ও ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো: জিয়াউল আমিন  বলেন, এ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থী হিসেবে শুধু বিশ্ববিদ্যালয় বা নিজ দেশে অবদান রাখলে হবে না, অবশ্যই তোমাদেরকে সারাবিশ্বে এই সেক্টরে অবদান রাখতে হবে।

সভাপতির বক্তব্যে ড.মো.মেহেদী হাসান বলেন, প্রায় সমস্ত দুর্নীতি ইফাই ন্যানসিয়াল সেক্টরের সাথে সম্পর্কিত তাই সঠিক হিসাব রক্ষনের মাধ্যমে আমরা সফলতা নিশ্চিত করতে পারি।

এছাড়াও অনুষ্ঠানের এক পর্যায়ে এ.আই বিভাগ সম্পর্কিত সকল তথ্য উপস্থাপন করেন, এ.আই.এস বিভাগের দ্বিতীয় ব্যাচের ছাত্র শেখ সাকিব জাওয়াদ। আলোচনা পর্ব শেষে এ্যাকাউন্টির ডের অংশ হিসেবে স্বংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য যে, এ্যাকাউন্টিং ডের সমস্ত কার্যক্রম বন্দোবস্ত করে এ.আাই.ক্লাব।
 

Bootstrap Image Preview