Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গণ বিশ্ববিদ্যালয়ে জনগণের স্বাস্থ্য সমাবেশ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৬:৪৮ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০৬:৪৮ PM

bdmorning Image Preview


গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

গণবিশ্ববিদ্যালয়ে চতুর্থ জনগণের স্বাস্থ্য সমাবেশ-২০১৮ উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় গণ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আশুলিয়া ও সাভার প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. লায়লা পারভিন বানু, রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, পিএইচএ-৪ এর জাতীয় সমন্বয়কারী ও জনগণের স্বাস্থ্য আন্দোলন বাংলাদেশের সভাপতি জাকির হোসেন, আন্তর্জাতিক পিএইচএ কমিঠির সদস্য ডা. অনিক, গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক মঞ্জুর কাদেরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

উপস্থিত বক্তারা বাংলাদেশে জনগণের স্বাস্থ্য আন্দোলন ও চতুর্থ আন্তর্জাতিক জ়নগণের স্বাস্থ্য সমাবেশ-২০১৮ এর সংক্ষিপ্ত বিবরণী, লক্ষ্য, উদ্দেশ্য, প্রক্ষাপট, মূল বিষয় নির্ধারণ, অংশগ্রহণকারী, কর্মসূচী এবং উদ্ভোবনী অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

উল্লেখ্য, আগামি ১৫ নভেম্বর থেকে ১৯ নভেম্বর’২০১৮ পর্যন্ত গণ বিশ্ববিদ্যালয়ে চতুর্থ আন্তর্জাতিক জ়নগণের স্বাস্থ্য সমাবেশ-২০১৮ অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview