Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেরোবিতে ১ম বর্ষে ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৬:৪৮ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০৬:৪৮ PM

bdmorning Image Preview


বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্লাতক ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। রেজিট্রেশন প্রক্রিয়া চলবে ১৮ নভেম্বর (রবিবার) রাত ১১টা পর্যন্ত।

আজ শনিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ভর্তি পরীক্ষা কমিটির চতুর্থ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। 

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ কয়েকটি দফতরের কর্মকর্তাবৃন্দ। সভায় ভর্তি পরীক্ষার বিভিন্ন উপ-কমিটির কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।    

উল্লেখ্য, ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্লাতক ভর্তি পরীক্ষা আগামী ২-৬ ডিসেম্বর ২০১৮ তারিখে অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview